বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > তৃণমূল নেতার 'কানের মাংস কামড়ে তুলে নিল' বিজেপি কর্মী, উত্তেজনা সাগরে

তৃণমূল নেতার 'কানের মাংস কামড়ে তুলে নিল' বিজেপি কর্মী, উত্তেজনা সাগরে

তৃণমূল নেতার কান কামড়ে মাংস তুলে নিল বিজেপি কর্মী, উত্তেজনা সাগরে : ছবি (‌স্ক্রিন শর্ট)‌

ভোট মিটলেও কিছুতেই মিটছে না রাজনৈতিক হিংসা। রাজ্যজুড়ে ভোট-পরবর্তী হিংসা অব্যাহতই রয়েছে। এবারে তৃণমূল নেতার কান কামড়ে মাংস খুবলে নেওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের মন্দিরতলা বাজারের। বিজেপি আশ্রিত দুষ্কৃতী‌র বিরুদ্ধে তৃণমূল নেতার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোরও অভিযোগ উঠেছে। নাগাল না পেয়ে কামড়ে তাঁর কানের মাংস তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ওই বিজেপি কর্মীর বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মন্দিরতলা বাজারের বিজেপির পার্টি অফিসের পাশের একটি চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন মনোরঞ্জন দাস নামে স্থানীয় এক তৃণমূল নেতা। সেই সময় ওই চায়ের দোকানে খালেক শা নামের এক বিজেপি কর্মীও বসেছিল। ওই বিজেপি কর্মীর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন মনোরঞ্জন। এরপরেই ওই বিজেপি কর্মীর সেখান থেকে উঠে যায়। কিছুক্ষণের মধ্যেই পাশের পার্টি অফিসের ভেতর থেকে একটি ধারালো অস্ত্র নিয়ে আসে। অভিযোগ উঠে, ওই ধারালো অস্ত্র দিয়ে মনোরঞ্জনের উপর অতর্কিতে হামলা চালায় খালেক। ঘটনার সময় মনোরঞ্জনর পাশে গোপাল দাস নামের আরও একজন তৃণমূল কর্মী বসে ছিলেন। খালেককে নিরস্ত্র করতে তিনি ওই আততায়ীর কাছ থেকেই অস্ত্রটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এরপর মনোরঞ্জনকে ছেড়ে ওই ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়ে খালেক। তাঁকেও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে অভিযুক্ত ওই বিজেপি কর্মী বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হন তিনিও।

ঘটনার খবর জানাজানি হতেই সেখানে উপস্থিত হন অন্যান্য তৃণমূল কর্মীরা। তারাই এই ব্যক্তির কাছ থেকে ধারালো অস্ত্রটি ছিনিয়ে নেয়। এখানেই শান্ত হয়নি ক্ষিপ্ত খালেক। অভিযোগ ওঠে, হাত ছাড়িয়ে মনোরঞ্জন বাবুর উপর আবার আক্রমণ করে সে। এবারে সটান তাঁর কান কামড়ে মাংস তুলে নেয় ওই ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মনোরঞ্জনবাবু্। তাঁকে উদ্ধার করতে এসে ওই ব্যক্তির হাতে জখম হন আরও কয়েকজন তৃণমূল কর্মী।

এই ঘটনার পর ওই ব্যক্তির বিরুদ্ধে সাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে তৃণমূল নেতৃত্ব। এই ঘটনা ঘিরে গোটা এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপির নেতৃত্ব। স্থানীয় এক বিজেপি নেতা এই প্রসঙ্গে বলেন, ‘‌ এই ঘটনার সঙ্গে বিজেপি কোনওভাবেই জড়িত নয়।’‌

বাংলার মুখ খবর

Latest News

KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.