নাগরাকাটায় বিজেপি সাংসদ এবং বিধায়কের উপর হামলার ঘটনায় এই মুহূর্তে তোলপাড় রাজ্য রাজনীতি। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে সেই আবহে এবার পুরুলিয়ায় এক বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ উঠল। আর এই হামলার অভিযোগ উঠল দলেরই এক জনপ্রতিনিধির বিরুদ্ধে। বুধবার রাতে পুরুলিয়া সদর থানার সামনে ঘটে এই ঘটনা। তাতে আহত হন সুরজ শর্মা নামে ওই বিজেপি কর্মী। অভিযোগ, থানার ভিতরেই তাঁকে মারধর করেন পুরুলিয়া বিধানসভার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ কয়েকজন।
আরও পড়ুন: খগেনের ওপর হামলার FIR-এ নাম ৮ জনের, এখনও গ্রেফতার ২, ধৃতদের পরিচয় গোপন পুলিশের
ঘটনার সূত্রপাত হয় এলাকায় ওভারলোড বালি বোঝাই একটি ট্রাক্টর আটকানোকে কেন্দ্র করে। সুরজ শর্মা দাবি করেছেন, তিনি অবৈধ বালি পরিবহনের অভিযোগে স্থানীয় থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টর বাজেয়াপ্তও করে। এরপর তাঁকেও থানায় ডেকে পাঠানো হয়। সেই সময়ই নাকি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় বালি ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে থানায় হাজির হন এবং সেখানে হামলার ঘটনা ঘটে।
আহত সুরজ শর্মাকে পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্থান টাইমস বাংলা) ছড়িয়ে পড়েছে, যেখানে বিধায়ক ও আহত কর্মীর মধ্যে হাতাহাতির দৃশ্য দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে।
সুরজ অভিযোগ করেছেন, তাঁকে মারধর করেছেন দলেরই বিধায়ক। তিনি বালির গাড়ি আটকানোর পর থানায় ডাকা হয়। তারপর তারা এসে আক্রমণ করে। পুরো ঘটনায় জেলা বিজেপির অন্দরে অস্বস্তি তৈরি হয়েছে। সংঘর্ষের পেছনে বালি ব্যবসা ও দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় জড়িয়ে রয়েছে কিনা, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।এই ঘটনার পর স্থানীয় বিজেপি নেতৃত্ব এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে ঘটনাটি রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।