বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Nandigram Clash: বিজেপি নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, রক্তাক্ত নন্দীগ্রাম‌

Nandigram Clash: বিজেপি নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, রক্তাক্ত নন্দীগ্রাম‌

সরগরম হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম।

সোমবার বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রবিবার রাতে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের গোকুলনগরের বৃন্দাবনচকে অভিজিৎ সাহুকে বেধড়ক মারধর করা হয়েছে। অভিযোগ, কয়েকজন দুষ্কৃতী তাঁকে বাড়ি থেকে টেনে বের করে বেধড়ক মারধর করেন। লাঠি–লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়।

হামলা পাল্টা হামলায় সরগরম হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। রবিবার রাতে নন্দীগ্রামের গোকুলনগরে বিজেপি কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি, তাঁদের সমর্থকদের মারধর করা হয়েছে বলে পুলিশের দ্বারস্থ হচ্ছেন তাঁরা। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক শোরগোল তৈরি হয়েছে। ঘটনার তদন্ত নেমেছে পুলিশ।

ঠিক কী ঘটেছে নন্দীগ্রামে?‌ স্থানীয় সূত্রে খবর, রবিবার নন্দীগ্রামে গোকুলনগরের বৃন্দাবনচকে অটলবিহারী বাজপেয়ী জন্মদিবস পালন করছিলেন বিজেপি কর্মী– সমর্থকরা। তারপর মাঝরাতে বিজেপি কার্যকর্তা অভিজিৎ সাহুর উপর হামলা করে তৃণমূল কংগ্রেসের সদস্যরা। বিজেপির করার অপরাধেই তাঁর উপর হামলা করা হয়েছে। গোকুলনগরের বৃন্দাবনচকে অভিজিৎ বিজেপি সক্রিয় কর্মী। গোটা অভিযোগটি করেছে বিজেপি। এই বিধানসভা কেন্দ্রটি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাই এই হামলা নিয়ে বাড়তি সরগরম হয়ে উঠেছে।

তারপর ঠিক কী ঘটল?‌ এই ঘটনায় বিজেপি নেতা অভিজিৎ সাহুর মাথা ফেটে যায় বলে অভিযোগ। বাকি বিজেপি নেতৃত্বরা এসে রক্তাক্ত অবস্থায় অভিজিৎ সাহুকে উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন এই বিজেপি কর্মী। সোমবার বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রবিবার রাতে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের গোকুলনগরের বৃন্দাবনচকে অভিজিৎ সাহুকে বেধড়ক মারধর করা হয়েছে। অভিযোগ, কয়েকজন দুষ্কৃতী তাঁকে বাড়ি থেকে টেনে বের করে বেধড়ক মারধর করেন। লাঠি–লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়।

বিজেপি–তৃণমূল কংগ্রেস কী বলছে?‌ এই ঘটনা প্রকাশ্যে আসার পর বিজেপির নন্দীগ্রাম ১ দক্ষিণ মণ্ডলের সভাপতি শ্যামাপ্রসাদ মাইতি বলেন, ‘রবিবার অটলজির জন্মদিন পালিত হয়েছে। বৃন্দাবনচকেও এই কর্মসূচি পালন করেছেন বিজেপির কর্মী– সমর্থকরা। তারপরই রাতে তৃণমূল আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা বৃন্দাবনচকে হামলা চালায়। অভিজিতকে টেনে এনে মারধর করা হয়। আমরা বৃহত্তর আন্দোলনে নামব।’ পাল্টা এই অভিযোগ অস্বীকার করে নন্দীগ্রাম ১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, ‘‌একাধিক সমবায় সমিতি হেরে যাওয়ার পর বিজেপি হামলা চালাচ্ছে। শান্ত নন্দীগ্রামকে অশান্ত করার চেষ্টা করছে। নন্দীগ্রামে ভেটুরিয়া সমবায় সমিতিতে মানুষ গণতান্ত্রিকভাবে বিজেপিকে হারিয়েছে। সেই হার মেনে নিতে পারছে না। রাতেই বিজেপির কিছু হার্মাদরা তৃণমূল কংগ্রেস কর্মী–সমর্থকদের উপর হামলা চালাচ্ছে।’‌

বাংলার মুখ খবর

Latest News

বৃষ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৩০ মার্চের রাশিফল মেষ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৩০ মার্চের রাশিফল গম্ভীর সমস্যার বিরাট সমাধান! 'নাটুকে' ছবি দেখে কোহলিদের অস্কার দেওয়ার দাবি সানির কোচবিহারে 'আল্লাহু আকবর' স্লোগান উঠল BJP-র মিছিল থেকে! ভিডিয়ো নিয়ে উড়ে এল খোঁচা আশা করি আরও ৫০০ম্যাচ খেলতে পারব- ইতিহাস লেখার পরেও নতুন স্বপ্নে বুঁদ ৩৫-এর নারিন বাংলাদেশের ফারিণের কাছে হার সৌমিতৃষার,জোড়া সম্মান অনুপমের;সেরা অভিনেতা বুম্বাদা 'প্ল্যান তো...' বিয়ের একমাস পূর্ণ হয়নি,হানিমুনে কোথায় যাচ্ছেন অনুপম-প্রশ্মিতা আর্থিক সমস্যায় কারা হবেন জেরবার? কাদের পরিকল্পিত কাজ শেষ হবে? দেখুন মাসিক রাশিফল রাসেলের স্লোয়ার বলের প্ল্যান কাজে আসে,নারিনকে ওপেন করানো নিয়ে দ্বিধা ছিল- শ্রেয়স ১১.৫ লাখের প্যাকেজ! ফ্রেশারদের চাকরি দিচ্ছে TCS, কতদিন সুযোগ? হবে প্রচুর নিয়োগ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.