কল্যাণী এইমস হাসপাতালে নিয়োগ নিয়ে বিজেপি সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন দলেরই সাংসদ জগন্নাথ সরকার। স্থানীয়দের পরিবর্তে কেন এইমস হাসপাতালে বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে? এই প্রশ্ন তুলে সাংসদের গাড়ি আটকে বিক্ষোভ করেন বিজেপির কর্মী সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। একইসঙ্গে সাংসদ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ তুলে নেন।
আরও পড়ুন: কল্যাণী এইমসের পরিকাঠামো দিল্লির মতো করতে হবে, সময়সীমা বেঁধে নির্দেশ হাইকোর্টের
বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, কল্যাণী এইমস হাসপাতালে স্থানীয়দের নিয়োগ নেই, বহিরাগতরাদের নিয়োগ করা হচ্ছে। কিছুদিন আগে ২১ জনকে হাসপাতালের ঝাড়ুদার সহ বিভিন্ন কাজে নিয়োগ করা হয়েছে। তবে সেক্ষেত্রে বহিরাগতদের নিয়োগ করা হয়েছে। এ বিষয়ে তারা এইমসের কর্ণধার থেকে শুরু করে স্থানীয় বিজেপি বিধায়কের সঙ্গে কথা বলেছেন। কিন্তু, তাতে কোনও সুরাহা হয়নি। এইমসের কর্ণধার তাদের জানান, তিনি কোনও নাম পাঠাননি আবার বিধায়ক জানান যে তিনি এই নিয়োগের বিষয়ে জানতেনই না।
হাসপাতালে স্থানীয়দের নিয়োগ নিয়ে প্রথম থেকেই দাবি জানিয়ে আসছেন স্থানীয় বিজেপির কর্মী সমর্থকরা। কিন্তু, তারপরেও কোনও কাজ হয়নি বলে তাদের অভিযোগ। এবার তারই প্রতিবাদে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে ঘিরে বিক্ষোভ করেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। আজ কল্যাণী এইমসের সামনে বিজেপি সংসদ জগন্নাথ সরকার গাড়িতে করে আসতেই তাবআটকে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরা।
বিক্ষোভকারীদের একজন বলেন, ‘আমরা ডাক্তার বা নার্স নিয়োগ করতে বলছি না। আমরা চাইছি হাসপাতাল পরিষ্কার করা, ঝাড়ু দেওয়ার কাজে স্থানীয়দের নিয়োগ করা হোক।’ এক বিজেপি কর্মী জানান, আগামী কয়েক মাসের মধ্যে ৯০ জনের নিয়োগ হওয়ার কথা। তার মধ্যে অন্তত ৫০ জন স্থানীয়কে নিয়োগ করতে হবে বলে তারা দাবি জানিয়েছেন। আরও অভিযোগ, এনিয়ে স্থানীয় বিধায়ক বা এইমস কর্তৃপক্ষ তাদের কোন রকম সহযোগিতা করেনিন।
যদিও এই ঘটনায় বিজেপি সাংসদ জগন্নাথ সরকার জানান, তিনি জানতেনই না যে এইমস হাসপাতালে নিয়োগ চলছে। তবে তিনি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখবেন। পরে ঘটনাস্থলে পৌঁছয় কল্যাণী থানার বিশাল পুলিশ বাহিনী। তবে বিজেপি কর্মীদের কড়া হুঁশিয়ারি, তাদের দাবি মেনে আগামী দিনে স্থানীয়দের এইমসে নিয়োগ না করলে সেক্ষেত্রে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। এমনকী এলাকার মহিলা, শিশুদের নিয়ে এসে তারা এইমসে প্রবেশের রাস্তা অবরোধ করবেন।