বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > শ্বেতপত্র প্রকাশের দাবি রাজ্যপালের, বিশ্ব বাংলা সম্মেলনে মোদী এলে হতাশ হবেন BJP নীচুতলার কর্মীরা: অর্জুন

শ্বেতপত্র প্রকাশের দাবি রাজ্যপালের, বিশ্ব বাংলা সম্মেলনে মোদী এলে হতাশ হবেন BJP নীচুতলার কর্মীরা: অর্জুন

অর্জুন সিং, বিজেপি সাংসদ

বিজেপি সাংসদ জানান, ‘‌নিজের ভাইপোকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে যান।

‌প্রধানমন্ত্রী যদি পশ্চিমবঙ্গ সরকারের আয়োজিত বিজনেস সামিটে আসেন, তাহলে বিজেপির নীচুতলার কর্মীরা হতাশ হবেন। এমনই দাবি করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।

সম্প্রতি দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে হাজির থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আমন্ত্রণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ‘‌আগামী বছর এপ্রিলে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন হবে। সেখানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি। প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেছেন। কেন্দ্র ও রাজ্য একসঙ্গে সম্মেলন করলে তো ভালো হয়।’‌

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর বিষয়টি মোটেও ভালোভাবে নিতে পারছেন না বারাকপুরের সাংসদ অর্জুন সিং। এই প্রসঙ্গে তিনি জানান, ‘‌বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্য সরকারের কাছে শ্বেতপত্র দাবি করেছেন। সেখানে যদি প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দিতে আসেন, তাহলে নীচুতলার বিজেপি কর্মীদের মধ্যে হতাশা বাড়বে।’‌

একইসঙ্গে বারাকপুরের বিজেপি সাংসদ জানান, ‘‌নিজের ভাইপোকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে যান। মুখ্যমন্ত্রী দুর্নীতির সঙ্গে আপস করে এখানে সরকার চালাচ্ছেন। প্রধানমন্ত্রীর এই বিষয়ে বিচার বিবেচনা করা উচিত।’‌

বন্ধ করুন