রাতের অন্ধকারে বাড়ির দেওয়াল ভেঙে বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে এক মহিলাকে একের পর এক ধারাল অস্ত্রের কোপ বসাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে এগরা ২ ব্লকের দেশবন্ধু অঞ্চলের রাজেন্দ্রচক গ্রামে। অভিযোগ, ওই এলাকার বিজেপি কর্মী তপন প্রামাণিকের বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীর উপর হামলা চালানো হয়েছে। যারফলে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ওই মহিলা। দুষ্কৃতীদের পরিচয় এখনও জানা যায়নি। তবে এই ঘটনার পেছনে তৃণমূলের দুষ্কৃতীদের জড়িত থাকার অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব। তাঁদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। তাঁরা অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: নন্দীগ্রামে বিজেপির ওপর হামলা, খুন মহিলা কর্মী, প্রতিবাদে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
জানা গিয়েছে, আক্রান্ত মহিলার নাম কাজল প্রামাণিক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত প্রায় ১টা নাগাদ এই হামলা চালায় দুষ্কৃতীরা। তপন পেশায় একজন মৎসজীবী। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। সেই সময় তাঁর স্ত্রী বাড়িতে ঘুমোচ্ছিলেন। অভিযোগ, দুষ্কৃতীরা তপনের মাটির বাড়ির দেওয়া ভেঙে ভিতরে ঢোকে। এরপর ঘুমন্ত অবস্থায় তাঁর স্ত্রীর ওপর ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ বসাতে থাকে। তখন মহিলা রক্তাক্ত অবস্থায় প্রাণ বাঁচানোর জন্য কাকুতি মিনতি করতে থাকেন। তারপরেও দুষ্কৃতীরা তাঁর ওপর একের পর হামলা চালায়। তখন মহিলা চিৎকার চেঁচামেচি করতে থাকেন। তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়।
ঘটনায় রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। মহিলার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এবিষয়ে মহিলার এক আত্মীয় জানান, তাঁকে দুই হাত সহ গোটা শরীর জুড়ে ধারালো অস্ত্রের কোপ বসানো হয়েছে। কোনওক্রমে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি জানান, বিজেপি করার জন্য তাঁকে বেশ কয়েকদিন ধরেই হুমকি দেওয়া হচ্ছিল। সম্পূর্ণ রাজনৈতিকভাবে তাঁর ওপর হামলা চালানো হয়েছে।
বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক অমলেশ পাহাড়ি বলেন, ‘তপন প্রামাণিকের পরিবারকে বারেবারে হুমকি দেওয়া হচ্ছিল। এগরা জুড়ে এভাবেই সন্ত্রাস চলছে। তবে তৃণমূলের দুষ্কৃতীরা গভীর রাতে তাঁর বাড়িতে হামলা চালায়। পুলিশ সবকিছু জানার পরেও কোনও পদক্ষেপ করছে না। আমরা এই ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের পাশাপাশি কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। প্রয়োজনে আমরা আন্দোলনে নামব।’তবে এগরা ২ ব্লক তৃণমূলের সহ-সভাপতি রাজকুমার দুয়ারী এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘এই হামলার ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’