বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Siliguri water crisis: জলের দাবিতে শিলিগুড়িতে কলসি নিয়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বিজেপির

Siliguri water crisis: জলের দাবিতে শিলিগুড়িতে কলসি নিয়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বিজেপির

জলের দাবিতে শিলিগুড়িতে কলসি নিয়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বিজেপির

এদিন বিজেপির মহিলা মোর্চার পুরসভা অভিযানকে ঘুরে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলে আগেই আশঙ্কা করে প্রচুর সংখ্যক মহিলা পুলিশ ছিল পুরসভার সামনে। মাথায় কলসি নিয়েই এদিন পুরসভার ভিতরে জোর করে ঢোকার চেষ্টা করেন মহিলা মোর্চার সদস্যরা। তবে পুলিশ তাদের বাধা দেয়। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

একদিকে যখন শেষ দফার ভোটকে কেন্দ্র করে বাংলার ৯ টি কেন্দ্রের একাধিক বুথে হিংসার ঘটনা ঘটেছে, ঠিক অন্যদিকে পানীয় জলের দাবিতে বিক্ষোভ অব্যাহত রইল শিলিগুড়ি পুরসভায়। এদিন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়িকা শিখা চট্টোপাধ্যায় নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চা। কলসি মাথায় করে পুরনিগমের সামনে পৌঁছন মহিলারা। পরে পুরসভার সামনে কলসি ভেঙে তারা বিক্ষোভ দেখান। কেন শিলিগুড়ির মানুষকে বিষ পান করানো হল? সেই প্রশ্ন তুলে পানীয় জলের দাবিতে এদিন বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চা। পুরসভার সামনে থেকেই এদিন মেয়র গৌতম দেবের পদত্যাগের দাবি জানান বিজেপি বিধায়কা। ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি বাঁধে মহিলা মোর্চার সদস্যদের।

আরও পড়ুন: শিলিগুড়িতে পানীয় জলসঙ্কট মেটাতে পুকুরের জল শোধন করবে পুরসভা

শিখা চট্টোপাধ্যায় বলেন, ‘পশ্চিমবঙ্গে চোরদের মধ্যে একজন বড় চোর হলেন শিলিগুড়ির মেয়র। শহরবাসীকে তিনি বিষ জল পান করিয়েছেন। অবিলম্বে তাঁর পদত্যাগ করা উচিত।’ এদিন বিজেপির মহিলা মোর্চার পুরসভা অভিযানকে ঘুরে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলে আগেই আশঙ্কা করে প্রচুর সংখ্যক মহিলা পুলিশ ছিল পুরসভার সামনে। মাথায় কলসি নিয়েই এদিন পুরসভার ভিতরে জোর করে ঢোকার চেষ্টা করেন মহিলা মোর্চার সদস্যরা। তবে পুলিশ তাদের বাধা দেয়। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মহিলা পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায় মহিলা কর্মীদের। বাধা পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা। পুরনিগমের সামনেই তারা কলসি ভেঙে ফেলেন। 

শিখা চট্টোপাধ্যায় বলেন, ‘জল আমাদের গণতান্ত্রিক অধিকার। আর সেই জল থেকে মানুষকে বঞ্চিত করে রেখেছেন মেয়র। এই মেয়রের অবিলম্বে পদত্যাগ চাই।’ তিনি আরও বলেন, ’জলের দাবিতে আমরা মেয়রের সঙ্গে দেখা করতে এসেছিলাম। দেখা করা তো দূরের কথা তিনি পুলিশ দিয়ে আমাদের মহিলাদের উপর অত্যাচার করালেন। আমাদের মহিলাদের মারধর করা হয়েছে। চুলের মুঠি ধরে টানা হয়েছে।’

প্রসঙ্গত, মহানন্দার জলে দূষণ থাকায় গত বুধবার থেকে পানীয় জল সরবরাহ বন্ধ করেছে শিলিগুড়ি পুরসভা। এই অবস্থায় জলের পাউচ সরবরাহ করা হচ্ছে বাসিন্দাদের। তবে তাতে তেষ্টা মিটছে না। তাই পানীয় জল কিনতে দোকানগুলিতে লম্বা লাইন পড়ছে মানুষের। আর এই সুযোগের জলের কালোবাজারি হচ্ছে সেখানে। এদিকে, এই ঘটনায় হাইকোর্টে মামলা করার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। তবে মেয়রের আশ্বাস আগামী ২ জুনের মধ্যে সমস্যার সমাধান হবে।

বাংলার মুখ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল বিশাল কাইথের দস্তানাতেই ভরসা মোহনবাগানের, ২০২৯ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল ক্লাব ইগর স্টিম্যাচকে ছাঁটাই করে সমস্যায় AIFF, দিতে হবে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ 'শেখ হাসিনা দেশের বাইরে, তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব' ‘…ল্যাপেল লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন’, ইন্ডাস্ট্রিতে হেনস্থার শিকার সুদীপ্তাও ব্যাজবলের নেশায় ধৈর্য্যের অভাব, ১৫৬ রানে অল-আউট ইংল্যান্ড, জয়ের দরজায় শ্রীলঙ্কা ময়নাতদন্তের মেডিক্যাল বোর্ড নিয়ে উঠল প্রশ্ন, দাহ করার জন্য কেন এত তাড়াহুড়ো? IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ১ম টেস্টর স্কোয়াড থেকে বাদ পড়লেন কারা? ক্যাবিনেট বৈঠকে পুলিশ কমিশনারকে সরানো নিয়ে সিদ্ধান্ত নিন, মমতাকে নির্দেশ বোসের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.