কার্শিয়াং থেকে সিটং যাওয়ার পথে দেখা গেল কালো চিতাবাঘের। সচরাচর এমন কালো চিতাবাঘ দেখা যায় না। একটি ভিডিয়ো ভাইরাল করা হয়েছে। দাবি করা হচ্ছে মোবাইল ক্য়ামেরায় গাড়ি থেকে এই ভিডিয়ো তোলা হয়েছে। কুয়াশা ঘেরা রাস্তা। তার পাশেই বসে রয়েছে কালো চিতাবাঘ।
এদিকে এই কালো চিতাবাঘের ভিডিয়ো দেখে হতবাক অনেকেই। তবে এবারই প্রথম নয়, এর আগেও এই ধরনের কালো চিতাবাঘের সন্ধান মিলেছে পাহাড়ে। বলা হয় ম্যালানিস্টিক লেপার্ড। এক গাড়ি চালক ওই কালো চিতাবাঘটিকে দেখতে পেয়েছিলেন। তিনি সেই ছবি তোলেন। কার্শিয়াং বনবিভাগের অধীন চিমনি থেকে বাগোরা যাওয়ার রাস্তার ধারে এই কালো চিতাবাঘের দেখা মিলেছে।
ইতিমধ্য়েই বনদফতর এই চিতাবাঘের ব্যাপারে খোঁজ নিচ্ছে। এটিকে যাতে কেউ বিরক্ত না করে সেটা দেখা হচ্ছে। কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের তরফে জানানো হয়েছে এখানে জীববৈচিত্র রক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই সুন্দর ও শক্তিশালী প্রাণীগুলিকে রক্ষা করতে সকলের সহযোগিতা একান্ত কাম্য।
এদিকে পাহাড়ের কালো চিতাবাঘ সহ অন্য জন্তুর অবস্থান জানার জন্য ট্র্যাপ ক্যামেরাও রয়েছে। এর আগেও পাহাড়ে এই ধরনের কালো চিতাবাঘের সন্ধান মিলেছিল। গত বছরের অক্টোবর মাসের মাঝামাঝি এই বাগোরার জঙ্গলের ধারেই দেখা গিয়েছিল কালো চিতাবাঘ। গত বছরের জুন মাসে কার্শিয়াং থেকে কিছুটা দূরে চিমনি এলাকায় কালো চিতাবাঘের সন্ধান মিলেছিল। ২০২৩ সালের এপ্রিল মাসে দার্জিলিংয়ের চিত্রে বাজারের কাছে এই ধরনের প্রাণীর সন্ধান মিলেছিল। ২০২০ সালে মিরিকের একটি চা বাগানের কাছে রাস্তা পার হওয়ার সময় একটি কালো চিতাবাঘের সন্ধান মিলেছিল। এবার ফের বাগোরা এলাকায় দেখা গেল কালো চিতাবাঘ।
তবে শুধু বাংলাতেই নয়, পাশের রাজ্য ওড়িশাতেও এই ধরনের কালো লেপার্ডের সন্ধান মিলেছে।
ওড়িশার নয়াগড়ের জঙ্গল। সেখানে এক দুর্লভ কালো লেপার্ডকে দেখা গিয়েছিল জঙ্গলে। ছবিতে দেখা যায়, সে মুখে শাবক নিয়ে জঙ্গলের মধ্যে ঘুরছে। একটি ভিডিয়োতেও তার ছবি প্রকাশ্যে এসেছিল।
চলতি বছরের জানুয়ারি মাসে প্রধান মুখ্য বনপাল (বনদফতর) প্রেম কুমার ঝা এক এক্স পোস্টে লিখেছিলেন,' মধ্য ওড়িশায় শাবক সহ একটি বিরল মেলানিস্টিক লেপার্ড দেখা গিয়েছে, যা এই অঞ্চলের অবিশ্বাস্য জীববৈচিত্র্যকে প্রতিফলিত করে। এই অধরা 'ব্ল্যাক প্যান্থার'গুলি বাস্তুতন্ত্রের জন্য অত্যাবশ্যক - তাদের আবাসস্থল রক্ষা করে, একটি সমৃদ্ধ বন্যপ্রাণী ঐতিহ্য নিশ্চিত করে।'
তথ্য বলছে, ভারতে জঙ্গলে কালো লেপার্ড বা মেলানিস্টিক লেপার্ড বিশেষ মেলে না! ব্ল্যাক প্যান্থারের দেখা বহু সময় পাওয়া গিয়েছে দক্ষিণের কাবিনী রিজার্ভ ফরেস্টে। এখানে এই ব্ল্যাক প্যান্থার ‘ঘোস্ট অফ কাবিনী’ নামেও অনেকের কাছে পরিচিত। এছাড়াও কর্ণাটকের দান্দেরি অংশি টাইগার রিজার্ভ, কুদ্রেমুখ ন্যাশনাল পার্কে এদের দেখা মাঝে সাঝে মেলে। পশ্চিমঘাট পর্বতমালায় ব্ল্যাক প্যান্থার অনেক সময় দেখা যায় ভদ্র ওয়াইল্ড লাইফ অভয়ারণ্যে। এছাড়াও মধ্য প্রদেশের পেঞ্চ ন্যাশনাল পার্ক, গোয়ার মহাদেই অভয়ারণ্য, তামিলনাড়ুর নীলগিরির জঙ্গলের এমন দুর্লভ প্রাণীটিকে দেখা যায়।