
হেমতাবাদ: পার্সেল খুলতেই বিস্ফোরণ, জখম ৩, তদন্তে পুলিশ
১ মিনিটে পড়ুন . Updated: 21 Jan 2022, 07:23 PM IST- তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, যখন টোটোচালক পার্সেলটি দিতে এসেছিল, তখন সেই টোটোয় একজন মহিলা যাত্রী ছিল।
পার্সেল খুলতেই ভয়াবহ বিস্ফোরণ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের হেমতাবাদে। বোমা বিস্ফোরণে আহত হয়েছেন তিন জন। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, হেমতাবাদের বাহারাইল গ্রামে ওষুধের ব্যবসা করেন বাবলু চৌধুরী। বাবলুর ওই ওষুধের দোকানে একটি পার্সেল নিয়ে আসেন এক টোটোচালক। সেই সময় বাবলুবাবু দোকানে ছিলেন না। বাবলুর দাদা আশরফ আলি চৌধুরী দোকানে ছিলেন। তিনি কাছেই বাবলুর দোকানে পার্সেলটি নিয়ে রাখেন। কিছুক্ষণ পর বাবলু দোকানে আসেন। এরপর পার্সেলের প্যাকেটটি খুলতেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে জখম হন ওই দোকানে থাকা বাবলু চৌধুরী, তপন রায় ও মহম্মদ সফুর। ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী হেমতাবাদের বাহারাইল গ্রামে এই ধরনের ঘটনা ঘটায় উদ্বিগ্ন পুলিশ।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, যখন টোটোচালক পার্সেলটি দিতে এসেছিল, তখন সেই টোটোয় একজন মহিলা যাত্রী ছিল। পুলিশ ওই টোটো, টোটোচালক ও মহিলা যাত্রীকে খুঁজছে। ঠিক কী কারণে এই বিস্ফোরণ পুলিশ তা খতিয়ে দেখছে। কোনও ব্যক্তিগত শক্রতা ছিল কিনা, নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে, তাও পুলিশ খতিয়ে দেখছে।