বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Duare Sarkar: ব্লক নয় এবার বুথে বুথে দুয়ারে সরকার, সিঙ্গুরে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Duare Sarkar: ব্লক নয় এবার বুথে বুথে দুয়ারে সরকার, সিঙ্গুরে ঘোষণা মুখ্যমন্ত্রীর

জলাশয়গুলিতে মাছচাষের জন্য পাড়ার ক্লাব ও স্বনির্ভর গোষ্ঠীকে কাজে লাগাতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি (এএনআই))

সিঙ্গুরের প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন,'দুয়ারের সরকারের মাধ্যমে ৯০ শতাংশ মানুষের হাতে কোনও না কোনও পরিষেবা তুলে দিতে পেরেছি।

১ এপ্রিল থেকে রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার শিবির। আবেদন নেওয়ার পর্ব চলবে ১০ এপ্রিল পর্যন্ত। এবার দুয়ারে সরকার ব্লক স্তরে নয়, ক্যাম্প হবে বুথে বুথে। মঙ্গলবার, সিঙ্গুরে 'রাস্তাশ্রী' প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী সেখানেই তিনি এই ঘোষণা করেন। যদিও এ খবর আগেই হিন্দুস্থান টাইমস বাংলা তার পাঠকদের জানিয়েছিল।

সিঙ্গুরের প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন,'দুয়ারের সরকারের মাধ্যমে ৯০ শতাংশ মানুষের হাতে কোনও না কোনও পরিষেবা তুলে দিতে পেরেছি। তারপরও হয়তো কোথাও আটকে যেতে পারে। লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছেন, হয়ত ব্যাঙ্কের নম্বরটা ভুল হয়েছে, বা কন্যাশ্রীর টাকাটা পৌঁছয়নি।'

এরপরই তিনি বলেন,'বার বুথে বুথে হবে দুয়ারে সরকার। ১ থেকে ১০ এপ্রিল পর্যন্ত দুয়ার সরকারের ক্যাম্প করা হবে। এবার আর ব্লকে নয়, বুথে বুথে ঘরের সামনে ক্যাম্প হবে।' পঞ্চাতেন নির্বাচনের আগে রাজ্যসরকারের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ।

কিছুদিন আগে এ নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বৈঠকে তিনি জানান এবার বুথে বুথে হবে দুয়ারে সরকার। সিঙ্গুর থেকে সেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

এবারের দুয়ারে সরকারে সব আবেদনের নিস্পত্তি যাতে দ্রুত করা যায় তার জন্য বিশেষ টিম থাকছে। তাঁরা দ্রুত নথি যাচাই করে দেবেন। শিবির চলাকালীন প্রতিদিন কত মানুষে আসছেন তা নিয়মিতি সাংবাদিকদের জানানো হবে।

 

বন্ধ করুন