বীরভূমের বগটুইয়ে তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ভাদু শেখ খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই। আজ, বুধবার সিবিআই তাকে গ্রেফতার করেছে। ভাদু শেখ হত্যার ৭ মাস কেটে যাওয়ার পর সিবিআইয়ের জালে ধরা পড়ল ফয়জল শেখ ওরফে পলাশ। তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাঁকে জেরা করছেন। ২০২১ সালের ২১ মার্চ বগটুইয়ে জাতীয় সড়কের ধারে বোমা মেরে খুন করা হয় তৃণমূল কংগ্রেসের বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে। যে ঘটনার সূত্রপাত বগটুইয়ের গণহত্যা।
সিবিআই কী তথ্য পেয়েছিল? এই ভাদু শেখ হত্যাকাণ্ডের ঘটনার তদন্তভার নেওয়ার পর সিবিআই একটি চার্জশিট জমা দেয়। সেখানে এই পলাশকেই খুনের মাস্টারমাইন্ড বলে উল্লেখ করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজে পলাশকে বোমা ছুড়তে দেখা গিয়েছে। ঘটনার পর থেকেই গা–ঢাকা দিয়েছিল পলাশ ওরফে ফয়জল। এবার বগটুই থেকেই মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে সিবিআই। আজ, বুধবার তাকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করবে সিবিআই।
ঠিক কী ঘটেছিল বগটুইয়ে? গত ২১ মার্চ বগটুইয়ে রাস্তার মোড়ে একটি চায়ের দোকানে বসেছিলেন ভাদু শেখ। সেখানে তাঁকে নিশানা করে বোমা ছোড়া হয়। তাতেই খুন হন ভাদু শেখ। সিসিটিভির ফুটেজে এক যুবককে বোমা ছুড়তে দেখা গিয়েছিল। তদন্তে নেমে জানা যায় তার নাম ফয়জল ওরফে পলাশ। তখন থেকেই তাকে খোঁজা হচ্ছিল। ভাদু শেখ হত্যাকাণ্ডের কিছুক্ষণের মধ্যে ওই গ্রামের কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তাতে মৃত্যু হয় ১০ জনের। এই গণহত্যার তদন্তভার দেওয়া হয় সিবিআইয়ের হাতে।
কেমন করে ধরা হল ফয়জলকে? সিবিআই নাকা তল্লাশি চালিয়েও এই ফয়জলকে আগে ধরতে পারেনি। পালিয়ে বেড়াচ্ছিল নানা জায়গায়। এবার সিবিআই গোপন সূত্রে খবর পায়, ফয়জল বাড়ি ফিরেছে। এরপরই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিবিআই। অবশেষে ঘটনার প্রায় মাস সাতেক বাদে তাকে গ্রেফতার করল সিবিআই। বগটুইয়ের ঘটনার পর একাধিকবার সেই গ্রামে গিয়ে তদন্ত চালিয়েছে সিবিআই। কিন্তু ফয়জলের নাগাল পাওয়া যাচ্ছিল না।