বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > দার্জিলিংয়ের জঙ্গলে ব্ল্যাক লেপার্ডের দেহ, রক্তাক্ত, সারা শরীরে ক্ষতচিহ্ন

দার্জিলিংয়ের জঙ্গলে ব্ল্যাক লেপার্ডের দেহ, রক্তাক্ত, সারা শরীরে ক্ষতচিহ্ন

ব্ল্যাক প্যান্থার। সংগৃহীত ছবি

স্থানীয়দের আশা হয়তো জঙ্গলে ব্ল্যাক লেপার্ডের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তার জেরেই নতুন করে এলাকা দখলের চেষ্টা করছে। সেক্ষেত্রে অপর কোনও ব্ল্যাক লেপার্ড কাছাকাছি এলাকায় জখম হয়েছে কি না সেটাও দেখা দরকার

দার্জিলিংয়ের ধোত্রে। চারপাশে পাহাড় আর জঙ্গল। সেই জঙ্গলের রাস্তায় পড়েছিল ব্ল্যাক লেপার্ডের দেহ। একেবারে রক্তাক্ত অবস্থায় পড়েছিল দেহটি সারা শরীরে ক্ষতচিহ্ন। বাসিন্দারা প্রথমে ভেবেছিলেন হয়তো চোরাশিকারীর গুলিতে মারা গিয়েছে প্রাণীটি। তবে পরবর্তী সময়ে বনদফতরের আধিকারিকরা জানিয়েছেন, অন্য় প্রাণীর সঙ্গে লড়াইতে মৃত্যু হয়েছে ব্ল্যাক লেপার্ডের। এলাকা দখলকে কেন্দ্র করে অন্য ব্ল্যাক লেপার্ডের সঙ্গে এটির লড়াই হতে পারে।

দার্জিলিং বন্যপ্রাণ শাখার আধিকারিক পঙ্কজ এস জানিয়েছেন, এটা কমন ব্ল্যাক লেপার্ড। পাহাড়ের জঙ্গলে মাঝেমধ্যেই দেখা যায়।রক্তাক্ত অবস্থায় এটি পড়েছিল। মনে হয় অন্য লেপার্ডের সঙ্গে লড়াইয়ের জেরে হয়তো এটির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পরে গোটা বিষয়টি পরিষ্কার হবে।

এদিকে স্থানীয়দের আশা হয়তো জঙ্গলে ব্ল্যাক লেপার্ডের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তার জেরেই নতুন করে এলাকা দখলের চেষ্টা করছে। সেক্ষেত্রে অপর কোনও ব্ল্যাক লেপার্ড কাছাকাছি এলাকায় জখম হয়েছে কি না সেটাও দেখা দরকার। সঠিক সময়ে সেটির চিকিৎসা শুরু না হলে সেটিরও মৃত্যু হতে পারে। তবে বনদফতর সূত্রে খবর, ইতিমধ্যেই জঙ্গল এলাকায় নজরদারি করা হচ্ছে। অন্য কোনও ব্ল্যাক লেপার্ড কাছেপিঠে রয়েছে কি না সেটা দেখা হচ্ছে। এদিকে পুলবাজার, মিরিক এলাকায় আগে ব্ল্যাক প্যান্থার দেখা গিয়েছে বলে একাধিকবার দাবি করা হয়েছিল। বক্সাতেও ব্ল্যাক প্যান্থার ক্যামেরায় ধরা পড়েছিল বলে দাবি করা হয়েছিল।

বন্ধ করুন