বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > প্রাতর্ভ্রমণে বেরিয়ে গ্রামবাসীরা দেখলেন নদীতে ভাসছে মহিলার অর্ধনগ্ন গলাকাটা দেহ

প্রাতর্ভ্রমণে বেরিয়ে গ্রামবাসীরা দেখলেন নদীতে ভাসছে মহিলার অর্ধনগ্ন গলাকাটা দেহ

নদী থেকে মহিলার উদ্ধার করছেন পুলিশকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোজের মতো বুধবার সকালেও প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন তাঁরা। কলোরা স্কুলের ঠিক পিছনে কংসাবতী নদীর ধার দিয়ে হাঁটার সময় একটি অর্ধনগ্ন দেহ ভাসতে দেখেন তাঁরা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়।

সাতসকালে নদীতে থেকে এক মহিলার গলাকাটা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকার কলোরা এলাকায়। মৃতের নাম – পরিচয় জানা যায়নি।

বুধবার সকালে গ্রামবাসীরা প্রাতঃভ্রমণে বেরিয়ে মৃতদেহটি নদীর জলে ভাসতে দেখেন। তৎক্ষণাৎ স্থানীয়রা খবর দেন দাসপুর থানায়। পুলিশ এসে দেহটিকে নদী থেকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মহিলার নাম পরিচয় জানা যায়নি। কে বা কারা তাঁকে খুন করে জলে ফেলল তাও অজানা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোজের মতো বুধবার সকালেও প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন তাঁরা। কলোরা স্কুলের ঠিক পিছনে কংসাবতী নদীর ধার দিয়ে হাঁটার সময় একটি অর্ধনগ্ন দেহ ভাসতে দেখেন তাঁরা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে জল থেকে দেহটি তোলে। জানা যায় দেহটি এক মহিলার। তার গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দেহটি ২ দিক থেকে ২টি বস্তায় ভরে নদীতে ফেলা হয়েছিল বলে অনুমান। মাঝখান থেকে বস্তার বাঁধন খুলে যাওয়ায় দেহের একাংশ বেরিয়ে পড়ে। প্রাথমিকভাবে পুলিশ আধিকারিকদের অনুমান অন্তত ২৪ ঘণ্টা আগে দেহটি নদীতে ফেলা হয়েছে।

তদন্তে নেমে মহিলার নাম – পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে আসেপাশের থানাগুলিতে জমা পড়া নিখোঁজ ডায়েরির তালিকা।

 

বন্ধ করুন