বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ভাদু শেখ খুনে সিবিআইয়ের হাতে গ্রেফতার আরও ১

ভাদু শেখ খুনে সিবিআইয়ের হাতে গ্রেফতার আরও ১

নিহত তৃণমূল উপপ্রধান ভাদু শেখ। ফাইল ছবি

গত ২১ মার্চ সন্ধ্যায় রামপুরহাটের বগটুই মোড়ে বড় রাস্তার ওপর বোমা মেরে গুলি করে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলি উপ-প্রধান ভাদু শেখকে। মোটরসাইকেলে এসে খুন করে পালায় দুষ্কৃতীরা।

বীরভূমের বগটুইকাণ্ডে ভাদু শেখ খুনের মামলায় আরও ১ দুষ্কৃতীকে গ্রেফতার করল সিবিআই। ধৃত সফি ওরফে সফিজুল শেখ এই মামলার অন্যতম প্রধান অভিযুক্ত। বৃহস্পতিবার রাতে বগটুই থেকেই তাঁকে গ্রেফতার করেন সিবিআইয়ের গোয়েন্দারা।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে সফিকে খুঁজছিলেন গোয়েন্দারা। ভাদু শেখ খুনে অন্যতম অভিযুক্ত সে। বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে গোয়েন্দারা জানতে পারেন সফি রয়েছে বগটুইয়েই। এর পরই অভিযান চালিয়ে সফিকে গ্রেফতার করেন গোয়েন্দারা। শুক্রবার ধৃতকে রামপুরহাট আদালতে পেশ করে সিবিআই। তাকে ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

গত ২১ মার্চ সন্ধ্যায় রামপুরহাটের বগটুই মোড়ে বড় রাস্তার ওপর বোমা মেরে গুলি করে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলি উপ-প্রধান ভাদু শেখকে। মোটরসাইকেলে এসে খুন করে পালায় দুষ্কৃতীরা। এর পর ওই রাতেই বগটুই গ্রামের একাধিক বাড়িতে আগুন দেয় ভাদুর সমর্থকরা। যাতে মৃত্যু হয় মোট ১০ জনের।

এই ঘটনার সিবিআই তদন্তের দাবি কলকাতা হাইকোর্টে মামলা হয়। আবেদনের প্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। তদন্তে নেমে এই ঘটনার মূল অভিযুক্ত শেখ পলাশসহ একাধিক দুষ্কৃতীকে গ্রেফতার করে সিবিআই।

 

বন্ধ করুন