বগটুই গণহত্যা দিবসে নিহতের বাড়িতে ঢুকতে গিয়ে বাধার মুখে পড়লেন স্থানীয় তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে মন্ত্রী চন্দ্রনাথ সিংহের সঙ্গে আশিসবাবু বগটুইয়ে মিহিলাল শেখের বাড়িতে পৌঁছলে পথ আগলে দাঁড়ান পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, ঘটনার পর থেকে খোঁজ নেননি বিধায়ক। বেশ কিছুক্ষণের অপেক্ষার পর আশিসবাবুকে বাইরে রেখেই ভিতরে ঢোকে তৃণমূলের প্রতিনিধিদল।
মঙ্গলবার রামপুরহাটের বগটুই গণহত্যার বর্ষপূর্তি। নিহতদের শ্রদ্ধা জানানো নিয়ে এদিন সেখানে রাজনৈতিক উত্তাপ চরমে। বগটুইয়ে মৃত এক ব্যক্তির বাড়ির সামনে শহিদ বেদী বানিয়েছে বিজেপি। পালটা শহিদ বেদী বানিয়েছে তৃণমূলও। এদিন বেলা ১টা নাগাদ বগটুইয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যায় তৃণমূলের প্রতিনিধিদল। দলে ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। কিন্তু আশিসবাবুকে দেখেই দরজা বন্ধ করে দেন নিহতের পরিবারের সদস্যরা। তাঁদের স্পষ্ট কথা, আশিস ব্যানার্জিকে ভিতরে ঢুকতে দেব না। অনেক চেষ্টাতেও তাদের রাজি করাতে পারেনি তৃণমূল নেতৃত্ব। প্রায় ১০ মিনিট দড়িটানাটানির পর আশিসবাবুকে ছাড়াই বাড়িতে ঢোকেন তৃণমূল নেতারা।
নিহতের পরিবারের অভিযোগ, আশিসবাবু বগটুইয়ে নিহতদের পরিবারগুলির কোনও খোঁজ রাখেননি। ঘটনার পর তাঁকে এলাকায় দেখা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামে এলে তাঁর পিছন পিছন এসে মুখ দেখিয়ে গিয়েছিলেন তিনি। নিহতের পরিবারের দাবি, বগটুইকাণ্ডে নিহত ১০ জনের মধ্যে মাত্র ৩ জনের ডেথ সার্টিফিকেট জারি করেছে প্রশাসন। বাকি ৭ জনের ডেথ সার্টিফিকেট এখনও হাতে পাননি পরিবারের সদস্যরা। যার ফলে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।