বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > CBI on Bogtui Case: বগটুই কাণ্ডে তদন্ত শেষ, অভিযুক্ত ১৬ জন, হাইকোর্টে জানাল সিবিআই

CBI on Bogtui Case: বগটুই কাণ্ডে তদন্ত শেষ, অভিযুক্ত ১৬ জন, হাইকোর্টে জানাল সিবিআই

 বগটুইয়ে কেন্দ্রীয় ফরেন্সিক প্রতিনিধিদল। (ANI)

রাজ্যোর অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, ‘‌এই ঘটনায় বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলিকে সারাই করা হচ্ছে। বাড়ি তৈরির কাজ শেষ হয়ে গেলেই তাঁদের ফিরিয়ে আনা হবে।’‌

‌বগটুই কাণ্ডে তদন্ত শেষ হয়েছে সিবিআইয়ের। মোট অভিযুক্তের সংখ্যা ১৬ জন। হাইকোর্টে এই কথাই জানাল সিবিআই। বীরভূমে বগটুইয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। এই ঘটনার পর এলাকার বাসিন্দারা সিবিআই তদন্তের দাবি তোলেন। প্রথমে রাজ্য সরকারের তরফে সিট গঠিত হলেও পরে আদালতের নির্দেশে তদন্তভার হাতে নেয় সিবিআই।

গত ২৬ মার্চ হাইকোর্টের তরফে বগটুই কাণ্ডে রাজ্য সরকারের তৈরি সিটকে তদন্ত করতে নিষেধ করা হয়। সেই জায়গায় তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআইকে। এরপর সিবিআই কদন্ত শুরু করে। সোমবার সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য আদালতকে জানান, বগটুই কাণ্ডের তদন্ত শেষ হয়েছে। চার্জশিটও দাখিল করা হয়ে গিয়েছে। এদিকে বগটুই নিয়ে এক জনস্বার্থ মামলায় মামলাকারীর আইনজীবী আদালতকে জানান, এই মামলায় এক জন নাবালক জড়িত রয়েছেন। সেই নাবালক যাতে ছাড়া না পায়, সেই বিষয়টি নিশ্চিত করা হোক। অন্য মামলাকারীর তরফে এক আইনজীবী জানিয়েছেন, বগটুইয়ে ক্ষতিগ্রস্তদের একাংশ এখনও নিজেদের বাসস্থানে ফিরতে পারছেন না। তাঁদের শান্তিপূর্ণভাবে বসবাসের ব্যবস্থা করা হোক।

এদিন মামলাকারীর তরফে বক্তব্য শোনার পর অবশ্য রায়দান স্থগিত রয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। এই বিষয়ে রাজ্যোর অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, ‘‌এই ঘটনায় বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলিকে সারাই করা হচ্ছে। বাড়ি তৈরির কাজ শেষ হয়ে গেলেই তাঁদের ফিরিয়ে আনা হবে।’‌ উল্লেখ্য, গত ২১ মার্চ ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে বগটুই মোড়ে তৃণমূল নেতা ভাদু শেখ খুন হন। ভাদু শেখ খুন হওয়ার পর গ্রামের ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। অগ্নিদগ্ধ অবস্থায় প্রথমে আট জনের ও পরে আরও দুজনের মৃত্যু হয়।

বন্ধ করুন