বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বগটুইকাণ্ড: লালন শেখের দেহ উদ্ধার, ভূত তাড়াতে ঝাঁটা তুলে নিতে বললেন দেবাংশু

বগটুইকাণ্ড: লালন শেখের দেহ উদ্ধার, ভূত তাড়াতে ঝাঁটা তুলে নিতে বললেন দেবাংশু

 দেবাংশু ভট্টাচার্য।

বগটুইকাণ্ডকে ঘিরে ফের সরগরম বাংলার রাজনীতি। আর সেটাও ১২ ডিসেম্বর। কার্যত কাকতালীয়ভাবে শুভেন্দুর ঘোষিত তারিখেই।

বগটুইকাণ্ডে অন্যতম অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যু। সিবিআই হেফাজতে থাকাকালীন মৃত্যু হয়েছে লালনের। এনিয়ে উঠছে একের পর এক প্রশ্ন।তবে এবার লালন শেখের অস্বাভাবিক মৃত্যুকে নিয়ে বিস্ফোরক পোস্ট করলেন তৃণমূলের সোশ্য়াল মিডিয়া ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। তিনি লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আন্দাজই কি সঠিক ছিল তাহলে? সিবিআই কাস্টডিতে কীভাবে মারা গেল লালন শেখ? আত্মহত্যা না খুন? বিজেপির কোনও বড় মাথাকে বাঁচানোর কৌশল? এই খুনের তদন্ত কে করবে?

এর সঙ্গেই দেবাংশু লিখেছেন, সারদা থেকে বগটুই, সর্ষের মধ্য়ে ঢুকে আছে ভূত! সেই ভূত তাড়াতে এবার হাতে হাতে ঝাঁটা তুলে নিতে হবে। লিখেছেন দেবাংশু।

তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ঠিক কী আন্দাজ করেছিলেন তা নিয়ে খোলসা করে কিছু বলেননি দেবাংশু। তবে দেবাংশু প্রশ্ন তুলেছেন, বিজেপির কোনও বড় মাথাকে বাঁচানোর কৌশল। কার্যত এতদিন বগটুই কাণ্ডকে ঘিরে তৃণমূলের অন্দরে যে বখরার পরিণতির কথা উঠে আসছিল সেই তিরকেই বিজেপির দিকে ঘুরিয়ে দিলেন দেবাংশু।

এক নেটিজেন দেবাংশুর পোস্টের উত্তরে তিনি লিখেছেন, ঝাঁটা বলে কেজরিওয়ালকে জায়গা ছেড়ে দেবেন নাকি?

সূত্রের খবর, শৌচাগার থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে লালনের দেহ। এনিয়ে ইতিমধ্য়েই সুর চড়াতে শুরু করেছেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতৃত্বের দাবি, শুভেন্দু অধিকারী তিনটি তারিখের কথা উল্লেখ করেছিলেন। ১২,১৪ ও ২১ ডিসেম্বর। তার প্রথম দিন ছিল এদিন। আর এদিনই বগটুইকাণ্ডের অভিযুক্তের অস্বাভাবিক মৃত্য়ু। এবার শুভেন্দু অধিকারীর গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব।

তবে বগটুইকাণ্ডকে ঘিরে ফের সরগরম বাংলার রাজনীতি। আর সেটাও ১২ ডিসেম্বর। কার্যত কাকতালীয়ভাবে শুভেন্দুর ঘোষিত তারিখেই।

 

বন্ধ করুন