বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Anubrata Mondal: সব দলিল আসল তো? জানতে এবার বোলপুরের জমি রেজিস্ট্রি অফিসে CBI

Anubrata Mondal: সব দলিল আসল তো? জানতে এবার বোলপুরের জমি রেজিস্ট্রি অফিসে CBI

প্রতীকি ছবি (HT_PRINT)

গত কয়েকদিনে বিভিন্ন জায়গায় হানা দিয়ে বিপুল পরিমাণ জমির দলিল তাদের হাতে এসেছে। সেই দলিলগুলি সব কটি আসল কি না তা খতিয়ে দেখার দরকার রয়েছে। তদন্তকারীদের দাবি, গুন্ডাবাহিনীকে মাঠে নামিয়ে অনুব্রত জাল দলিল তৈরি করেও জমি দখল করে থাকতে পারেন বলে আশঙ্কা করা হয়েছে।

অনুব্রত মণ্ডলের সম্পত্তির হদিশ পেতে এবার বোলপুরের জমি রেজিস্ট্রি অফিসে পৌঁছল সিবিআই। মঙ্গলবার সকালে বোলপুরের নেতাজি বাজার এলাকায় জমি রেজিস্ট্রি অফিসে পৌঁছন সিবিআইয়ের গোয়েন্দারা। সূত্রের খবর, অনুব্রতর নামে ও বেনামে নথিভুক্ত জমির তথ্য পেতেই সেখানে গিয়েছেন তাঁরা।

মঙ্গলবার সকাল ১০টার আগেই জমি রেজিস্ট্রি অফিসে পৌঁছে যান সিবিআইয়ের গোয়েন্দারা। তখনও খোলেনি অফিস। এর পর কর্মীরা একে একে পৌঁছতে অফিসের ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা।

ত্বকে বয়সের ছাপ পড়ছে? বলিরেখা দেখতে পাচ্ছেন? টানটান ত্বক ফিরে পেতে কী করবেন

সোমবার অনুব্রত মণ্ডলের ভাইপোর অংশীদারিত্বে থাকা শিবশম্ভূ রাইস মিলে হানা দিয়েছিল সিবিআই। তার পর তারা যায় সায়গল হোসেনের ফ্ল্যাটে। সিবিআই সূত্রে খবর, গত কয়েকদিনে বিভিন্ন জায়গায় হানা দিয়ে বিপুল পরিমাণ জমির দলিল তাদের হাতে এসেছে। সেই দলিলগুলি সব কটি আসল কি না তা খতিয়ে দেখার দরকার রয়েছে। তদন্তকারীদের দাবি, গুন্ডাবাহিনীকে মাঠে নামিয়ে অনুব্রত জাল দলিল তৈরি করেও জমি দখল করে থাকতে পারেন বলে আশঙ্কা করা হয়েছে। তাই সমস্ত জমির দলিলের সত্যতা পরীক্ষা করতে চায় তারা।

অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর সিবিআই তল্লাশিতে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সিবিআইয়ের দাবি, ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে লাফিয়ে বেড়েছে অনুব্রতর সম্পত্তির পরিমাণ। নামে বেনামে বীরভূম ও লাগোয়া জেলায় সম্পত্তি কিনেছেন অনুব্রত। বিপুল অর্থ বিনিয়োগ করেছেন বিভিন্ন জায়গায়। কী করে রাতারাতি টাকার কুমির হয়ে উঠলেন তৃণমূল নেতা? তাঁর এই কারবারে আর কারা কারা যুক্ত? এবার সেদিকেই নজর দিয়েছেন তদন্তকারীরা।

 

বন্ধ করুন