বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > কেষ্টয় নেই আস্থা? বোলপুরে রামনবমীর মিছিলে হাঁটলেন তৃণমূলের পুরপ্রধান

কেষ্টয় নেই আস্থা? বোলপুরে রামনবমীর মিছিলে হাঁটলেন তৃণমূলের পুরপ্রধান

বোলপুরে রামনবমীর মিছিলে তৃণমূলের পুরপ্রধান। 

বৃহস্পতিবার সকালে বোলপুর রেল ময়দান থেকে রাম নবমীর বিশাল শোভাযাত্রা বেরোয়। মিছিলে নেতৃত্ব দেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণবঙ্গের মুখপাত্র সৌরীশ মুখোপাধ্যায়। সেই মিছিলে হাঁটতে দেখা যায় বোলপুর পুরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ, উপ পুরপ্রধানসহ তৃণমূলের একাধিক কাউন্সিলরকে।

আপাতত দিল্লির তিহাড় জেলে বন্দি কেষ্ট। মাস চারেকের মধ্যে তাঁর ছাড়া পাওয়ার সম্ভাবনাও নেই। ওদিকে শিয়রে পঞ্চায়েত ভোট। এই পরিস্থিতিতে কেষ্টকে ছেড়ে রামেই আস্থা রাখলেন বোলপুরের পুরপ্রধানসহ তৃণমূলের নেতাকর্মীরা। বিজেপি কর্মীদের পাশাপাশি রামনবমীর শোভাযাত্রায় পা মেলালেন তাঁরাও। এদিনের মিছিলে বোলপুরের রাস্তায় কার্যত জনজোয়ার নামে। রাম নবমীর মিছিলে তৃণমূলের পুরপ্রধানের উপস্থিতিতে অনেকে রাজনৈতিক অংক কষতে শুরু করে দিয়েছেন আগেভাগেই।

বৃহস্পতিবার সকালে বোলপুর রেল ময়দান থেকে রাম নবমীর বিশাল শোভাযাত্রা বেরোয়। মিছিলে বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য নেতৃত্বের তরফে উপস্থিত ছিলেন সংগঠনের দক্ষিণবঙ্গের মুখপাত্র সৌরীশ মুখোপাধ্যায়। সেই মিছিলে হাঁটতে দেখা যায় বোলপুর পুরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ, উপ পুরপ্রধানসহ তৃণমূলের একাধিক কাউন্সিলরকে। মিছিলে যোগদানকারী তৃণমূল নেতৃত্বের দাবি, এই মিছিলের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। রামনবমীর শোভাযাত্রার সঙ্গে সবার ধর্মীয় আবেগ জড়িয়ে। ফলে য়ে কেউ মিছিলে অংশগ্রহণ করতে পারে।

মিছিলের অন্যতম আয়োজক বিশ্ব হিন্দু পরিষদের নেতা সৌরীশ মুখোপাধ্যায় বলেন, বিশ্ব হিন্দু পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। হিন্দুত্বের প্রচার করাই আমাদের কাজ। তাই এই মিছিলে যে কেউ যোগদান করতে পারেন। ভগবান শ্রী শ্রী রামচন্দ্রে আস্থা রয়েছে এমন সবাইকে আমরা স্বাগত জানাই।

ওদিকে কেষ্টর দিল্লিযাত্রার পর তৃণমূলে পুরুপ্রধানসহ অন্যান্য নেতাদের রামনবমীর মিছিলে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত পাচ্ছেন অনেকে। তাদের দাবি, তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান অনেকেই, তাই পদে থাকলেও বিজেপির দিকে পা বাড়িয়ে রয়েছেন তাঁরা। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের দাবি, রামনবমীর মিছিল ঘিরে গেরুয়া শিবিরের পরিকল্পনা মোটের ওপর সফল।

 

বাংলার মুখ খবর

Latest News

টেস্টে কিন্তু আমি এত বাউন্স করি না- ৪ উইকেট নিয়ে কী বললেন জসপ্রীত বুমরাহ? 'প্রতিবাদ করতে হলে কলকাতায় যান, রাস্তায় নামুন, এখানে সকলে গান শুনতে এসেছেন' বিক্রান্ত মাসে ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর মুক্তির নতুন দিন ঘোষণা! কীসের ভিত্তিতে জামিন পেলেন কেষ্ট? ফিরবেন অনুব্রত, বীরভূমে মিষ্টিমুখ, আবীর খেলা সৃজিত এত্ত প্রেম করেছে যে অস্কার পেতে পারে, তবে তাতে কাজ পাওয়া যায় না: স্বস্তিকা অভিমন্যু ঈশ্বরন থেকে অভিষেক পোড়েল, বাংলার দুই তারকার ব্যাটে জমে উঠল দ্বিতীয় দিন মমতার পালটা, বাংলা থেকে যাওয়া যাত্রীবাহী গাড়ি ঝাড়খণ্ডে আটকালেন বাসিন্দারা ডাব চিংড়ি তো খেলেন অনেক, এবারে দুর্গাপুজোয় খেয়ে দেখুন ডাব পনির পুজোর বাজার কাঁপাচ্ছে ‘জিমিচুর’, কী বিশেষত্ব এই শাড়ির CGO পর্যন্ত মিছিল করে ধরনা তুললেন জুনিয়র ডাক্তাররা, মশাল হাতে রাজপথে নাগরিক সমাজ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.