বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Bomb Blast: বোমা বিস্ফোরণে মৃত্যু হল মুর্শিদাবাদে, তিনজন মারাত্মক জখম, আতঙ্কিত গ্রাম

Bomb Blast: বোমা বিস্ফোরণে মৃত্যু হল মুর্শিদাবাদে, তিনজন মারাত্মক জখম, আতঙ্কিত গ্রাম

মুর্শিদাবাদ জেলার নওদা থানার মধুপুর মাঠপাড়া গ্রামে বোমা বিস্ফোরণ

পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, তত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বোমা, গুলি এবং সংঘর্ষের খবর সামনে আসছে। বোমা মজুত, বোমা উদ্ধার এবং শুটআউটের ঘটনা লেগেই আছে। এবার বোমা বাঁধতে গিয়ে ফেটে গেল। যা সবাইকে ভাবিয়ে তুলেছে। বৃহস্পতিবারই উত্তর দিনাজপুরের ইসলামপুরে বোমার আঘাতে প্রাণ হারিয়েছেন সিভিক ভলান্টিয়ার।

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে আবার বোমা বিস্ফোরণ। তবে এবার বাঁধতে গিয়ে মৃত্যু হল একজনের। বৃহস্পতিবার মাঝরাতে মুর্শিদাবাদ জেলার নওদা থানার মধুপুর মাঠপাড়া গ্রামে বোমা বিস্ফোরণ হয়ে প্রাণ হারিয়েছে একজন। গুরুতর আহত হয়েছে তিনজন বলে খবর। বোমা বাঁধার সময় তা ফেটে যেতেই বিকট শব্দ হয়। তখনই সবাই ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। মাঝরাতে এমন বোমার শব্দে ঘুম ভেঙে যায় স্থানীয় মানুষজনের। শুক্রবার সকাল থেকে সেখানে আতঙ্ক তৈরি হয়েছে।

ঠিক কী ঘটেছে মুর্শিদাবাদে?‌ স্থানীয় সূত্রে খবর, মুর্শিদাবাদের নওদার মধুপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। এখানের একটি মাঠে কয়েকজন মিলে বোমা বাঁধার কাজ করছিলেন। তখন অসাবধানতায় বোমা ফেটে যায়। আর তার জেরে জখম হন তিনজন। তার মধ্যে দু’‌জনের অবস্থা আশঙ্কাজনক। বোমা ফাটার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নওদা থানার পুলিশ। আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন একজনের মৃত্যু হয়।

পুলিশ কী তথ্য পেয়েছে?‌ পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মেজবুল শেখ। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।ঘটনাস্থলে পৌঁছয় নওদা থানার বিশাল পুলিশ বাহিনী। কেন রাতে মাঠে বোমা বাঁধা হচ্ছিল সেটা খতিয়ে দেখা হচ্ছে। এই বোমার বানানোর জন্য কারা এদের কাজে লাগিয়েছিল সেটাও খতিয়ে দেখা হচ্ছে। জখমদের একজন একটু সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করা হবে। আর মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কয়েকদিন আগেও এই জেলায় বোমা উদ্ধার হয়েছিল। সেই ঘটনার সঙ্গে এই ঘটনার যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আর কী জানা যাচ্ছে?‌ পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বোমা, গুলি এবং সংঘর্ষের খবর সামনে আসছে। বোমা মজুত, বোমা উদ্ধার এবং শুটআউটের ঘটনা লেগেই আছে। এবার বোমা বাঁধতে গিয়ে তা ফেটে গেল। যা সবাইকে ভাবিয়ে তুলেছে। বৃহস্পতিবারই উত্তর দিনাজপুরের ইসলামপুরে বোমার আঘাতে প্রাণ হারিয়েছেন এক সিভিক ভলান্টিয়ার। আবার এক তৃণমূল কংগ্রেস নেতাকে গুলি করা হয়েছে। সব মিলিয়ে তপ্ত হয়ে উঠছে বাতাবরণ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন