বালির টাকার বখরা নিয়ে তৃণমূলের ২ গোষ্ঠীর সংঘর্ষে মুড়ি মুড়কির মতো পড়ল বোমা। বোমার আঘাতে পা উড়ে গেল এক তৃণমূল কর্মীর। মঙ্গলবার দুপুরে এই ঘটনা বীরভূমের কাঁকড়তলা থানা এলাকার জামালপুর গ্রামের। আহত তৃণমূল কর্মী সত্তার আলিকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাজল শেখ ও অনুব্রত মণ্ডল গোষ্ঠীর বিবাদেই এই সংঘর্ষ বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
অজয় নদের পাড়ে জামালপুর গ্রাম। সেখান প্রতিদিন কোনও নিয়ম না মেনে তৃণমূল নেতাদের উদ্যোগে ট্রাক ট্রাক বালি পাচার হয় বলে অভিযোগ। সেই টাকার ভাগ নিয়ে তৃণমূলের কাজল ও অনুব্রত গোষ্ঠীর মধ্যে বিবাদ অনেক দিনের। মঙ্গলবার বেলা বাড়লে কাজল ঘনিষ্ঠ স্বপন সেনের দলবলের সঙ্গে অনুব্রত ঘনিষ্ঠ কোর কমিটির সদস্য উজ্জ্বল হকের গোষ্ঠীর সংঘর্ষ বেঁধে যায়। মুহুর্মুহু বোমা পড়তে থাকে গ্রামে। বোমার আঘাতে পা উড়ে যায় সাত্তার আলি নামে অনুব্রত গোষ্ঠীর এক সদস্যের। তাঁকে উদ্ধার করে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকড়তলা থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তারা। যদিও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এই ঘটনায় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে কাজল শেখ বলেন, ওই এলাকা আমি দেখি না। অন্য নেতা দেখেন। আমি জেলা পরিষদের সভাধিপতি। আমি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকি।
স্থানীয় বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, বালিক টাকার বখরা নিয়ে তৃণমূলের বিবাদ নতুন নয়। তৃণমূল মানেই মেরে খাওয়া। সেই মারামারিই চলছে।