পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে আবার মুর্শিদাবাদের সামসেরগঞ্জে উদ্ধার হয়েছে ব্যাগ ভর্তি তাজা বোমা। দু’দিন আগেই এই জেলার সাগরদিঘিতে উপনির্বাচন হয়ে গিয়েছে। তার ফলপ্রকাশ শুধু এখন সময়ের অপেক্ষা। সেখানে বুধবার সকালে সামশেরগঞ্জের একটি আমবাগান থেকে উদ্ধার হয় বোমাগুলি।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাগরদিঘি উপনির্বাচনের আগেও এই জেলা থেকে বোমা উদ্ধারের খবর মিলেছিল। এবার সকাল হতেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের যাদবনগরে। কারণ বোমাগুলি যে কোনও মুহূর্তে ফাটতে পারত। বিভিন্ন জেলাতেই বোমা–গুলি উদ্ধারের ঘটনা ঘটছে। তার মধ্যে মুর্শিদাবাদে তাজা বোমা উদ্ধার হওয়ায় তল্লাশিতে নেমেছে পুলিশ।
এদিকে পঞ্চায়েত নির্বাচনের আগে কার্যত মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে এককথায় প্রতিনিয়ত উদ্ধার হচ্ছে বোমা এবং আগ্নেয়াস্ত্র। বাগানে বোমা পড়ে থাকায় বড় বিপদ হতে পারত বলে অনেকে শিউরে উঠছেন। রাতের অন্ধকারে এখানে বোমা রেখে যাওয়ার পিছনে অন্য কোনও কারণ আছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ। বুধবার সাতসকালেই বোমা উদ্ধারের ঘটনায় রীতিমত আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়। বোমা উদ্ধার হতেই ঘটনাস্থলে রয়েছে সামসেরগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডের টিমকে।
পুলিশ কী তথ্য পেয়েছে? অন্যদিকে পুলিশ সূত্রে খবর, কে বা কারা বোমাগুলি আমবাগানে রেখেছে তার তদন্ত করে দেখা হচ্ছে। সামসেরগঞ্জ থানার পুলিশ বোমার খবর পেয়েই সেখানে হাজির হন। উদ্ধার করা হয় একাধিক বোমা। যাদবনগর আমবাগানে বোমা রাখা ছিল। পুলিশ সেখানে হানা দেয়। উদ্ধার করা হয় ব্যাগ ভর্তি তাজা বোমা। যদিও ব্যাগের মধ্যে ঠিক কতগুলি বোমা রয়েছে তা এখনও স্পষ্ট নয়। গ্রামীন এলাকার মধ্যে আমবাগানে বোমা ঘিরে রীতিমতো আতঙ্ক দেখা দিয়েছে। জোর তল্লাশি চলছে। তদন্ত শুরু হয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup