তৃণমূল প্রধানের গ্যারেজ থেকে উদ্ধার তাজা বোমা। ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার সকালে চাঞ্চল্য ছড়াল নন্দীগ্রামে। নাশকতার লক্ষ্যে বোমা দুটি রাখা হয়েছিল, দোষীদের দ্রুত শাস্তি দিতে হবে— এই দাবিতে এদিন সকাল থেকে হাজরাকাটার কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মী–সমর্থকরা। পরে পুলিশ আশ্বাস দিলে ওঠে বিক্ষোভ।
নন্দীগ্রামের কেন্দামারি–জালপাই পঞ্চায়েতের প্রধান মনসুরা বিবির বাড়িতেই রয়েছে গ্যারেজ। এদিন সকালে সেখানে রাখা গাড়ির পিছনে দুটি তাজা বোমা দেখতে পান বাড়ির লোকজন। উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে আসে নন্দীগ্রাম থানার পুলিশ। তাদের তৎপরতায় তাজা বোমা দুটিকে উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়।
এদিকে, বোমা উদ্ধারের কথা জানাজানি হতেই ঘটনাস্থলে জমায়েত করে স্থানীয় লোকজন। সেখানেই তাঁরা দোষীদের দাবিতে প্রতিবাদ দেখাতে থাকেন। এর পর একই দাবিতে হাজরাকাটার কাছে রাস্তায় গাছের গুড়ি ফেলে অবরোধ শুরু করেন তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী সাহাবুদ্দিনের অনুগামীরা। শেষে পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ তোলেন তাঁরা।