বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > কাঁথিতে রণক্ষেত্র, বোমাবাজি-‌গুলিতে জখম তৃণমূল কর্মী আশঙ্কাজনক

কাঁথিতে রণক্ষেত্র, বোমাবাজি-‌গুলিতে জখম তৃণমূল কর্মী আশঙ্কাজনক

অন্ডালে বোমা বিস্ফোরণে মৃত্যু একজনের, আহত ৩, বাড়ছে রাজনৈতিক তরজা। (ছবিটি প্রতীকী)

কয়েকজন দুষ্কৃতী বাইকে ওই পার্টি অফিসের সামনে এসে দাঁড়ায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা পার্টি অফিস লক্ষ্য করে বোমা ছুঁড়তে শুরু করে। পার্টি অফিসের বাইরে পর পর বোমা পড়তে শুরু করায়, স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন। সঙ্গে সঙ্গে এলাকা ফাঁকা হয়ে যায়। এদিকে দুষ্কৃতীরা গুলি ছুঁড়তে ছুঁড়তে পার্টি অফিসের দিকে এগিয়ে যায়। সেই সময় দ্বারকেশ দাস নামে এক তৃণমূল কর্মী পালাতে গিয়ে ওই অফিসের দরজার সামনে চলে আসে। সেই সময় দুষ্কৃতীদের ছোঁড়া গুলি ছিটকে তাঁর কোমরে গিয়ে লাগে।

ভোটের পরের হিংসা অব্যাহত। রণক্ষেত্রের চেহারা নিল কাঁথি। তৃণমূলের দলীয় কার্য়ালয় লক্ষ্য করে মুড়ি মুড়কির মতো বোমাবাজি করা হল। চলল গুলিও। কাঠগড়ায় বিজেপি। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে এক তৃণমূল কর্মী। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ নম্বর ব্লকের এক্তারপুরে। ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা। ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

তৃণমূলের অভিযোগ, ভোটে আমাদের বিপুল জয় মেনে নিতে না পেরে দলীয় কর্মী-সমর্থকদের উপর হামলা চালাচ্ছে বিজেপি। যদিও তৃণমূলের দাবি উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। তাদের পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। এদিকে, ওই এলাকায় আর যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য গোটা এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিশ। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ওই দলীয় কার্যালয়ে বেশ কয়েকজন তৃণমূল কর্মীরা বসেছিলেন। অভিযোগ উঠে, বেশ কয়েকজন দুষ্কৃতী বাইকে ওই পার্টি অফিসের সামনে এসে দাঁড়ায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা পার্টি অফিস লক্ষ্য করে বোমা ছুঁড়তে শুরু করে। পার্টি অফিসের বাইরে পর পর বোমা পড়তে শুরু করায়, স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন। সঙ্গে সঙ্গে এলাকা ফাঁকা হয়ে যায়। এদিকে দুষ্কৃতীরা গুলি ছুঁড়তে ছুঁড়তে পার্টি অফিসের দিকে এগিয়ে যায়। সেই সময় দ্বারকেশ দাস নামে এক তৃণমূল কর্মী পালাতে গিয়ে ওই অফিসের দরজার সামনে চলে আসে। সেই সময় দুষ্কৃতীদের ছোঁড়া গুলি ছিটকে তাঁর কোমরে গিয়ে লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন দ্বারকেশবাবু। অন্যান্য তৃণমূল কর্মী-সমর্থকরা অফিসের দরজা ভেতর থেকে লাগিয়ে দেওয়ায়, অল্পের জোরে প্রাণে বাঁচেন তাঁরা। ঘটনার পরই এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

গুরুতর আহত ওই কর্মীকে উদ্ধার করে প্রথমে মুগবেড়িয়া গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়। তবে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, সেখান থেকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানেও তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। তার পরই গভীর রাতে জখম দ্বারকেশকে কলকাতার এসএসকেএম হাসপাতালে এনে ভরতি করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

 

বাংলার মুখ খবর

Latest News

বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল পৃথ্বীকে একাদশে না রাখার DC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন SRH কোচ আইন ভাঙলে পুলিশ কি ড্রাইভিং লাইসেন্স কাড়তে পারে? মামলা করলেন কলকাতার আইনজীবী ইন্দাসে মহিলা নিয়ে তৃণমূল নেতার উদ্দাম নৃত্য, সুজাতা-সৌমিত্রের তরজা তুঙ্গে ৭০-এর দশকের বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী, পুরনো ছবি দেখে চিনতে পারলেন? আসছে রাম নবমী, কোন দিন পালিত হবে ভগবান রামের জন্মদিন? জেনে নিন পুজোর শুভ সময় বারাসতে BJP প্রার্থীর বিরুদ্ধে কমিশনে দলের নেতারা, পিছনে তৃণমূল বলছেন প্রার্থী পুরনো গাড়ি হইহই করে কিনছেন মহিলারা, সমীক্ষা রিপোর্টে চমক! কোন Brand পছন্দ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.