শিয়ালদা–বনগাঁ রুটের রেল লাইনে বিরাট বিভ্রাট দেখা গিয়েছে। তার জেরে থমকে গেল ট্রেন চলাচল। আজ, শনিবার ব্যস্ত দিনে এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল বনগাঁ লোকাল। প্রত্যেকদিন বনগাঁ লাইনে হাজার হাজার নিত্যযাত্রীরা সফর করে থাকেন। এটাই তাঁদের কাছে সুবিধাজনক লাইফলাইন। সেখানে আজ বনগাঁ স্টেশনে ঢোকার মুখেই রেল লাইনে বড় ফাটল দেখা গেল। চালক যদি তা খেয়াল না করতেন তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। এই ঘটনা প্রকাশ্যে আসতেই আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। যাত্রীরা ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছেন।
এই ঘটনার নেপথ্যে কোনও নাশকতা আছে কিনা তা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে। এই ঘটনার বেশ কিছুক্ষণ ধরে রেল চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। বনগাঁ স্টেশন থেকে কোনও ট্রেন এখন আর ছাড়ছে না। উল্টোদিকেও ঢুকছে না কোনও ট্রেন বলে খবর। দ্রুত গতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ। আজ, শনিবার সকালে প্রায় এক ঘণ্টা সময় ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বনগাঁ স্টেশন থেকে কোনও ট্রেন ছাড়া হচ্ছে না। রেল কর্মীরা ছুটে এসে দ্রুতগতিতে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছেন।
আরও পড়ুন: শ্যাম পিত্রোদার স্মার্টফোন–ল্যাপটপ–সার্ভার হ্যাক, বিরাট টাকা চেয়ে হুমকি হ্যাকারদের
তবে বিষয়টি কত তাড়াতাড়ি মেরামত করে আবার ট্রেন চলাচল স্বাভাবিক করা যাবে তা নিয়ে কেউ কোনও কথা বলছেন না। রুদ্ধশ্বাস গতিতে কাজ চলছে। রেলের কর্তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন। স্থানীয় সূত্রে খবর, আজ সকালে স্টেশনে ঢোকার মুখে রেল লাইনে বড় ফাটল চোখে রেলকর্মীদের। সেটা দেখতে পান চালকও। সকাল ৯টা ৫০ মিনিটে মাঝেরহাট যাওয়ার একটি লোকাল ট্রেন এখান থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে শুরু হয় মেরামতির কাজ। তার পর থেকে এখনও পর্যন্ত আর কোনও ট্রেন যাতায়াত করেনি। কয়েক মাস আগেই বনগাঁ লাইনে সংস্কার করা হয়েছে। কিন্তু তার পরও ওই লাইনে নানা ঘটনা ঘটে চলেছে।
এছাড়া রেল সূত্রে খবর, যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। একদম সব ঠিকঠাক করার পরই স্বাভাবিক ছন্দে চলবে ট্রেন। এই ঘটনা কেমন করে ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ঠিক কখন নাগাদ এই ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে সেটা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। ব্যস্ত সময়ে ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বনগাঁ–শিয়ালদা লাইনের যাত্রীরা অসুবিধায় পড়ে গিয়েছেন। অনেকে ট্রেনের আশা ত্যাগ করে সড়কপথ ধরেছে গন্তব্যে পৌঁছনোর জন্য। অ্যাপ নির্ভর ক্যাব ভাড়া করছেন অনেকে। আবার অনেকেই পরিষেবা স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন।