বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Civic Bypoll: বনগাঁ–আসানসোলের উপনির্বাচনে তুমুল অশান্তি, পুরভোটে উত্তেজনা, নামল কমব্যাট ফোর্স

Civic Bypoll: বনগাঁ–আসানসোলের উপনির্বাচনে তুমুল অশান্তি, পুরভোটে উত্তেজনা, নামল কমব্যাট ফোর্স

উপনির্বাচনকে ঘিরে তুমুল অশান্তি।

আসানসোলের পুরভোটে ৬ নম্বর ওয়ার্ডে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। মেয়র হন বিধান উপাধ্যায়। নিয়ম অনুযায়ী, তাঁকে কোনও আসনে জিতে আসতে হতো। তাই সঞ্জয় বন্দ্যোপাধ্যায় দলের নির্দেশে পদত্যাগ করেন। তাই এই আসনেই চলছে ভোট। তৃণমূল কংগ্রেসের প্রার্থী মেয়র বিধান উপাধ্যায়।

আজ, রবিবার রাজ্যের দুই জেলার দুটি পুরসভার দুটি ওয়ার্ডে উপনির্বাচন শুরু হয়েছে সকাল থেকেই। উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড এবং পশ্চিম বর্ধমানের আসানসোলের ৬ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন চলছে। ভোটগ্রহণ শুরু হতেই আসানসোলে বিজেপির পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আর বনগাঁয় একে অপরের বিরুদ্ধে বহিরাগতদের এনে ভোট করার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস–বিজেপি দু’‌পক্ষই।

এখানে উপনির্বাচনের প্রেক্ষাপট কী?‌ গত পুরসভা নির্বাচনে বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দিলীপ দাস। কিন্তু শপথগ্রহণের আগেই মৃত্যু হয় তাঁর। তাই রবিবার ওই ওয়ার্ডে চলছে উপনির্বাচন। বনগাঁর ১৪ নম্বর ওয়ার্ডের ৬টি বুথে ভোটগ্রহণ চলছে। মোতায়েন রয়েছে আধাসেনাও। এখানে লড়াই চতুর্মুখী। তৃণমূল কংগ্রেসের পাপাই রাহা, বিজেপির অরূপ পাল, সিপিআইএমের প্রার্থী ধৃতিমান পাল এবং কংগ্রেসের প্রভাস পালের মধ্যে জোর লড়াই চলছে।

ঠিক কী অভিযোগ উঠেছে?‌ আজ, রবিবার বনগাঁ কবি কেশবলাল বিদ্যাপীঠের সামনে উত্তেজনার সৃষ্টি হয়। তৃণমূল কংগ্রেস প্রার্থী পাপাই রাহা দাবি করেন, বিজেপি বহিরাগতদের নিয়ে এসেছে। তাঁদের দিয়ে ভোট করার চেষ্টা করা হয়। পালটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও একই অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া ছাপ্পা ভোটের অভিযোগ তোলেন। আর তারপরই সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমনকী হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। তখনই কুইক রেসপন্স টিম পরিস্থিতি সামাল দেয়। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে নিগ্রহের অভিযোগ তুলেছে বিজেপি। স্বপনবাবুকে বাঁচাতে গেলে ধাক্কা দেওয়া হয় তাঁর নিরাপত্তারক্ষীকেও বলে অভিযোগ তুলেছে বিজেপি। বিধায়ক স্বপন মজুমদার বলেন, ‘‌অবাধে ভোট লুঠ করছে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতি দেখতে গেলে আমার ওপর হামলা করা হয়।’‌

ঠিক কী ঘটেছে আসানসোলে?‌ আসানসোলের পুরভোটে ৬ নম্বর ওয়ার্ডে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। মেয়র হন বিধান উপাধ্যায়। নিয়ম অনুযায়ী, তাঁকে কোনও আসনে জিতে আসতে হতো। তাই সঞ্জয় বন্দ্যোপাধ্যায় দলের নির্দেশে পদত্যাগ করেন। তাই এই আসনেই চলছে ভোট। তৃণমূল কংগ্রেসের প্রার্থী মেয়র বিধান উপাধ্যায়। ওই কেন্দ্রেও ভোটগ্রহণকে কেন্দ্র করেও অশান্তি ছড়িয়েছে। বিজেপির পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। ভোট কেন্দ্রের বাইরে জমায়েত করা হয়েছিল বলেও অভিযোগ ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় দুই দলের মুখোমুখি সংঘর্ষের উপক্রম হয়। তাই এখন বিশাল কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে।

বন্ধ করুন