বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার হাকিমপুর বিথারী গ্রাম পঞ্চায়েতের বিথারী সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশ যাওয়ার আগে এক বাংলাদেশি নাগরিককে আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিল বিএসএফ। এই ঘটনায় তুমুল আলোড়ন ছড়িয়ে পড়ল। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি বাংলাদেশের সাতক্ষীরা জেলার নাগরিক। নাম সবুজ হোসেন। আজ বুধবার সকালে বিথারী সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। তখনই ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর সন্দেহ হওয়ায় তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। তখনই জানতে পারে তার বাড়ি বাংলাদেশে। তাকে নথি দেখাতে বললে তার কাছে কোন বৈধ কাগজপত্র ছিল না বলে বিএসএফ আটক করে।
এদিকে বিএসএফ আটক করার পর পুলিশকে খবর দেয়। পুলিশের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের নাগরিক সবুজ হোসেনকে। কয়েক মাস আগে কাঁটাতার পেরিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে এই বাংলাদেশের নাগরিক। তারপর কাজের সন্ধানে সবুজ হোসেন রাজ্যের নানা জায়গায় ঘোরে। এপার বাংলায় এসে সে গা–ঢাকা দিয়ে থাকত। তারপর আজ যখন বাংলাদেশে ফিরে যাবার জন্য সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিল তখন বিএসএফ তাকে আটক করে। আর পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে গ্রেফতার করে আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করে। ইদানিং এই অবৈধ অনুপ্রবেশ বেড়ে গিয়েছে। কারণ ওপার বাংলায় অশান্তির বাতাবরণে থাকা যাচ্ছে না বলে বহু মানুষের অভিযোগ।
আরও পড়ুন: পানিহাটির গঙ্গায় মহিলার দেহ উদ্ধারকে ঘিরে আলোড়ন, ধর্ষণ করে কি খুন? তদন্তে পুলিশ
অন্যদিকে বসিরহাট থানার অন্তর্গত ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা নবাব শরিফ ঢালী এবং রমজান মোল্লার কাছ থেকে ১৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে বসিরহাট থানার পুলিশ। এরাও বাংলাদেশের নাগরিক। কিন্তু এখানে কয়েক বছর ধরে বসবাস করছে বলে পুলিশ সূত্রে খবর। ৫০০ টাকার ৩০টি জাল নোট উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে। পুলিশ জেরা করে জানতে পেরেছে, গত কয়েক মাস ধরে জাল নোটের কারবারি একটি চক্র সীমান্ত এলাকা–সহ বসিরহাটের বিস্তীর্ণ বাজার এলাকায় এই জাল টাকা ছড়ানোর চক্রান্ত চালাচ্ছে।
এই জাল নোট ছড়ানোর ছক কষেছিল নবাব শরিফ ঢালী এবং রমজান মোল্লা। তবে তাদের পিছনে আরও মাথা আছে বলে পুলিশ জানতে পেরেছে। এদের দফায় দফায় জেরা করা হচ্ছে। এই জাল নোট ছড়ানোর চক্র সক্রিয় হয়ে ওঠার খবর পেয়ে তদন্ত নেমে জোর তল্লাশি চালাতে শুরু করে পুলিশ। আর তখনই গোপন সূত্রে খবর আসে। পুলিশের কাছে খবর আসে, ঘোজাডাঙ্গার সীমান্ত লাগোয়া একটি জাল নোট চক্রের পান্ডারা আস্তানা গেড়েছে। পুলিশ অপারেশন চালিয়ে বসিরহাট চাঁপাপুকুর রোড থেকে গ্রেফতার করে দুই জাল নোট কারবারিদের। তাদের কাছ থেকে উদ্ধার হয় মোট ১৫ হাজার টাকার জাল নোট। ধৃত দুই ব্যক্তিকে বসিরহাট আদালতে পেশ করা হয়েছে।