বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Paschim Bardhaman: গৃহশিক্ষকের সঙ্গে পিকনিক করতে গিয়ে অজয়ের জলে তলিয়ে গেল কিশোর!

Paschim Bardhaman: গৃহশিক্ষকের সঙ্গে পিকনিক করতে গিয়ে অজয়ের জলে তলিয়ে গেল কিশোর!

ঘটনার পর এলাকায় পুলিশ। নিজস্ব ছবি।

সন্দীপ দুর্গাপুরের বেনাচিতির সুভাষপল্লীর বাসিন্দা। বুধবার সকালে টিউশন শিক্ষকের সঙ্গে দেউলে পিকনিক করতে গিয়েছিল সন্দীপ। বন্ধুদের সঙ্গে অনেক ঘোরাঘুরির পরে সে স্নান করতে অজয়ের জলে স্নান করতে নামে। তার সঙ্গে ছিল আরও দুই বন্ধু। আর স্নান করতে নেমেই ঘটে বিপত্তি। জানা গিয়েছে, সাঁতার জানত না সন্দীপ।

বর্ষশেষের দিকে এখন উৎসবের মেজাজ কেউ পিক দিতে যাচ্ছেন, আবার কেউ ভ্রমণে বেরোচ্ছেন। আর সেই পিকনিকে গিয়ে মর্মান্তিক ঘটনা ঘটল। টিউশন শিক্ষকের সঙ্গে পিকনিকে গিয়ে অজয় নদের জলে তলিয়ে গেল কিশোর। মৃত কিশোরের নাম সন্দীপ বারুই (১৬)। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের কাঁকসার দেউলে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে কিশোরের দেহ উদ্ধার হয়েছে। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কিশোরের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবারে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্দীপ দুর্গাপুরের বেনাচিতির সুভাষপল্লীর বাসিন্দা। বুধবার সকালে টিউশন শিক্ষকের সঙ্গে দেউলে পিকনিক করতে গিয়েছিল সন্দীপ। বন্ধুদের সঙ্গে অনেক ঘোরাঘুরির পরে সে স্নান করতে অজয়ের জলে স্নান করতে নামে। তার সঙ্গে ছিল আরও দুই বন্ধু। আর স্নান করতে নেমেই ঘটে বিপত্তি। জানা গিয়েছে, সাঁতার জানত না সন্দীপ। এরপরে জলে নামার পরেই সে তলিয়ে যায়। এদিকে, তার সঙ্গে থাকা আরও দুই বন্ধু তাকে বাঁচানোর চেষ্টা করে। ঘটনাক্রমে তারাও সাঁতার জানত না। ফলে তারাও ভয়ে জলে নামতে পারেনি। তাদের চিৎকার চেঁচামেচিতে সেখানে অন্যান্যরা ছুটে আসে। উদ্ধারকার্যে নামে স্থানীয়রা। এদিকে, খবর দেওয়া হয় কাঁকসা থানার পুলিশকে। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় অবশেষে উদ্ধার হয় কিশোরের নিথর দেহ। তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় জন্য স্থানীয়রা অবৈধভাবে বালি পাচারকে দায়ী করেছেন। তাদের অভিযোগ, এই নদে অবৈধভাবে বালি উত্তোলন হয়ে থাকে। যার জেরে অনেক গর্ত তৈরি হয়েছে একাধিক জায়গায়। তারফলেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে তাদের অভিযোগ। এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ী হয়নি।

বাংলার মুখ খবর

Latest News

ব্যক্তি মমতা নন, তাঁর রাজনীতিকে বোঝাতে চেয়েছি, মৃত্যুকামনা বললেন অভিজিৎ গাঙ্গুলি শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায় কং প্রার্থীর তফশিলি শংসাপত্র খারিজ মনোনয়ন জমার শেষদিনে, ওয়াকওভার পেতে পারে NDA শাকিবের সঙ্গে চেঙ্গিজের মিল! ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই 'তুফান' তুলল মিমির ছবি পেটের মেদ ঝরান এভাবে! খুব বেশি সমস্যায় পড়তে হবে না

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.