ফাঁকা বাড়িতে ঢুকে প্রেমিকাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ঘটনা মুর্শিদাবাদের বেলডাঙার আন্ডিরন এলাকার। এই ঘটনায় অভিযুক্ত ভাস্কর হালদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। নিহত টুসকি মণ্ডলের দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
পরিবারের তরফে জানানো হয়েছে, ২১ বছর বয়সী টুসকির সঙ্গে ভাস্করের কয়েক বছর ধরে প্রণয়ের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের বিয়ের কথাও শুরু হয়েছিল। কিন্তু সম্প্রতি ২ জনের মধ্যে মনোমালিন্য শুরু হয়। প্রতিবেশীরা জানিয়েছেন, বুধবার দুপুর ৩টে নাগাদ মোটরসাইকেলে করে টুসকিদের বাড়িতে পৌঁছয় ভাস্কর। তখন বাড়িতে টুসকি ছাড়া আর কেউ ছিলেন না। এর পর ২ জনের মধ্যে বচসার আওয়াজ পান তাঁরা। কিছুক্ষণ পরে যুবক বাড়ি থেকে বেরিয়ে যান। কিন্তু মোটরসাইকেলটি স্টার্ট না নেওয়ায় সেটিকে ঠেলতে ঠেলতেই নিয়ে যান তিনি।
এর প্রায় দেড় ঘণ্টা পর কীর্তন শুনে বাড়িতে ফেরেন যুবতীর মা। তিনি দেখেন বিছানায় অচেতন অবস্থায় পড়ে রয়েছে মেয়ে। একটি হাত ও একটি পা বিছানার পাশ থেকে ঝুলছে। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের ডাকেন তিনি। যুবতীকে উদ্ধার করে বেলডাঙা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
এই ঘটনায় প্রেমিকের বিরুদ্ধে বোনকে হত্যার অভিযোগ করেছেন টুসকির দাদা। তিনি বলেন, বোনের সঙ্গে ওর বিয়ের কথা চলছিল। ওরা নিয়মিত মেলামেশা করত। তবে গত কিছুদিন ধরে কোনও সমস্যা হয়েছিল। প্রতিবেশীরা ভাস্করকে আমাদের বাড়ি থেকে বেরোতে দেখেছে। ওই আমার বোনকে খুন করেছে।