পঞ্চায়েত প্রধানের কথায় আবাস যোজনার ঘর প্রাপকদের থেকে তাঁকে টাকা তুলে দিয়েছিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তার পরেও অনেকের নাম ওঠেনি তালিকায়। চাপের মুখে প্রধানের নাম নেওয়ায় পালটা রাজনৈতিক চাপে আত্মহত্যার চেষ্টা করলেন পঞ্চায়েত সদস্য। ঘটনা উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের বয়রা গ্রামপঞ্চায়েতের মালিদহ গ্রামের। ২ দিন চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পঞ্চায়েত সদস্য। তার পরই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত সদস্যের স্ত্রী।
মালিদহ গ্রামের তৃণমূলি সদস্যের দাবি, আবাস যোজনায় গরিব মানুষকে ঘর বণ্টন করতে তাদের কাছ থেকে টাকা তোলার নির্দেশ দিয়েছিলেন পঞ্চায়েত প্রধান অসিত মণ্ডল। সেই মতো কারও কাছ থেকে ২০ হাজার, কারও থেকে ৩০ হাজার টাকা তুলে পঞ্চায়েত প্রধানকে দেন তিনি। কিন্তু তালিকা এলে দেখা যায় যারা টাকা দিয়েছেন তাদের অনেকেরই নাম নেই। এর ফলে পঞ্চায়েত সদস্যকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। তখন তিনি সাংবাদিক বৈঠক করে জানান, পঞ্চায়েত প্রধানের নির্দেশে টাকা তুলেছেন তিনি।
অভিযোগ, এর পর থেকে তাঁর বাড়ি ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দিতে থাকেন পঞ্চায়েত প্রধান ও তাঁর অনুগামীরা। লাগাতার হুমকির মুখে গত শুক্রবার কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। অসুস্থ অবস্থায় তাঁকে বনগাঁ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।
এর পর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন পঞ্চায়েত সদস্যের স্ত্রী। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।
পালটা পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, অভিযোগকারী পঞ্চায়েত সদস্য নানা ধরণের প্রতারণায় যুক্ত। সম্প্রতি একটি জমি বিক্রি নিয়ে তাঁর সঙ্গে তাঁর বাবার বিবাদ হয়। তার জেরেই আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এর সঙ্গে আবাস যোজনার কোনও সম্পর্ক নেই।