নদিয়ার নবদ্বীপের কাঁসা-পেতলের পট্টিতে গেলেই এখন শোনা যাবে ঠুকঠাক আওয়াজ। কারণ মা দুর্গা আসছে। আর দেবীর দশটি হাতের জন্য প্রয়োজন বিভিন্ন ধরণের অস্ত্র। কাঁসা-পেতলের কারিগররা সেই সমস্ত অস্ত্র তৈরিতেই এখন ব্যস্ত। দেবী দুর্গা আসার আগে তাই নবদ্বীপের কাঁসা-পেতল পট্টিতে কারিগরদের ব্যস্ততা এখন তুঙ্গে। দুর্গাপুজোর জন্য হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। কার্যত নাওয়া খাওয়া ভুলে অবিরাম কাজ করে চলেছেন কাঁসা পেতলের কারিগররা। তবে দশভূজার জন্য অস্ত্র বানাতে ব্যস্ত থাকলেও এবার সেরকম চাহিদা না থাকায় কিছুটা অসন্তুষ্ট কারিগররা।
আরও পড়ুন: বাহন সিংহের ডেরায় দেবী দুর্গার আরাধনা, আফ্রিকার মাসাইমারায় হচ্ছে পুজো
সারা বছর ধরেই বিভিন্ন দেবদেবীর জন্য কাঁসা-পেতলের অস্ত্র তৈরি করে থাকেন নবদ্বীপের এই কারিগররা। তবে দুর্গাপুজোর সময় তাদের ব্যস্ততা থাকে সবচেয়ে বেশি। তাদের তৈরি হওয়া এই সমস্ত অস্ত্র পৌঁছে যায় কুমোরটুলি থেকে শুরু করে বিভিন্ন প্রতিমা শিল্পীদের কাছে। শুধু কলকাতাতেই নয় রাজ্যের বিভিন্ন জেলা থেকে শুরু করে ভিন রাজ্যেও পাড়ি দেয় তাদের তৈরি করা অস্ত্র। যার মধ্যে রয়েছে আসাম, ওড়িশা, ত্রিপুরা, মহারাষ্ট্র প্রকৃতি রাজ্য। পূর্ব পুরুষদের শুরু করা ব্যবসা এখনও ধরে রেখেছেন নবদ্বীপের কাঁসা-পেতলের কারিগরেরা। দেবী দুর্গার দশ হাতে দেখা যায় ১০ ধরনের অস্ত্র। সেই সমস্ত তৈরি করে থাকেন এই কারিগরেরা।
গত দু'বছর করোনার কারণে সেরকমভাবে অস্ত্র তৈরির অর্ডার আসেনি এই কারিগরদের কাছে। এ বছর করোনা বিধি না থাকা সত্ত্বেও ভিন রাজ্য থেকে অর্ডার খুব একটা আসেনি বলেই জানালেন রাধু অধিকারী নামে এক কারিগর। তিনি জানালেন, ‘এ বছর বড় কিছু অর্ডার আসেনি। আগে ভিন রাজ্যে আমাদের তৈরি হওয়া অস্ত্র যেত। এবার সেরকম ভাবে অর্ডার আসেনি।’