বিএসএফের কড়া নজরদারি সত্ত্বেও ভারত-বাংলাদেশ সীমান্ত হয়ে সোনা থেকে শুরু করে বিভিন্ন দ্রব্য পাচারের অভিযোগ এখনও রয়েছে। বিএসএফ জওয়ানদের চোখে ধুলো দিতে নতুন নতুন পন্থা অবলম্বন করছে পাচারকারীরা। সাইকেলের পর এবার বাইকের টিউবের ভিতরে রেখে রুপোর গয়না পাচারের চেষ্টা করল এক পাচারকারী। যদিও পাচারকারীর সেই উদ্দেশ্য সফল হয়নি। এই অভিযোগে আসাদুল গাজী নামে বছর সাতাশের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিএসএফ। বসিরহাট থানার নিত্যানন্দ কাটিগ্রাম পঞ্চায়েতে ভারত বাংলাদেশ তারালি সীমান্তের কাছে তাকে গ্রেফতার করেছে বিএসএফ।
জানা গিয়েছে, আজ সকালে ওই পাচারকারী মোটরবাইকে করে সীমান্তের দিকে যাচ্ছিল। তাকে দেখে সন্দেহ হয় ১১২ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানদের। এরপরে বাইক দাঁড় করিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে বিএসএফ। জিজ্ঞাসাবাদ করতেই তার কথায় অসঙ্গতি পেয়ে বিএসএফের সন্দেহ আরও বাড়ে। এর পরে পাচারকারীকে বাইক থেকে নামিয়ে বাইকের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় বিএসএফ। শেষে বাইকের টিউব খুলতেই বেরিয়ে আসে প্রচুর পরিমাণে রূপোর গয়না। যার ওজন প্রায় ৫ কিলো ২২০ গ্রাম। এই পরিমাণ গয়নার আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।
বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে সেগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে অনুমান বিএসএফের। ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া রুপোর গয়না শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছেন বিএসএফের জওয়ানরা। ধৃতকে তুলে দেওয়া হয়েছে স্বরূপনগর থানার পুলিশের হাতে। এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, কয়েকদিন আগেই সাইকেলের টায়ারের ভিতরে সোনা পাচারের অভিযোগ উঠেছিল সীমান্তে। যদিও সেই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে ওই সাইকেলের টায়ার থেকে কয়েক কিলোগ্রাম সোনা উদ্ধার হয়েছিল। সীমান্তরক্ষী বাহিনীদের চোখে ধুলো দিতে পাচারকারীরা এখন এই ধরনের পন্থা অবলম্বন করছে বলে মনে করছেন আধিকারিকরা।