বিজিবির লাগাতার উসকানির মধ্যেই অনুপ্রবেশকারীদের রুখতে সীমান্তে গুলি চালাতে বাধ্য হল বিএসএফ। বৃহস্পতিবার গভীর রাতে মালদার খুটাদহ সীমান্তে হামলার মুখে পড়ে শূন্যে গুলি চালাতে বাধ্য হন বিএসএফ জওয়ানরা। এই ঘটনায় কেউ হতাহত হননি।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ঘন কুয়াশার মধ্যে অনুপ্রবেশের লক্ষ্যে ভারত - বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া কাটার চেষ্টা করছিল বাংলাদেশি দস্যুরা। তখনই বাধা দেয় বিএসএফ। বাংলাদেশিদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে তারা। কিন্তু কিছুতেই কাজ হয়নি। উলটে ২ বিএসএফ জওয়ানের ওপর সশস্ত্র হামলা চালায় বাংলাদেশি দস্যুরা। আত্মরক্ষার স্বার্থে বাধ্য হয়ে আকাশে ২ রাউন্ড গুলি চালান বিএসএফ জওয়ানরা। তাতে কেউ হতাহত হননি। সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে পাচারকারীদের গরু পাচারের পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন বিএসএফ জওয়ানরা।
হাসিনার সরকারের পতনের পর থেকে সীমান্তে বিভিন্ন জায়গায় উসকানি দিয়ে চলেছে বাংলাদেশি বাহিনী। বিভিন্ন জায়গায় ভারতকে কাঁটাতারের বেড়া দিতে বাধা দিচ্ছে তারা। যার ফলে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। তবে প্রতি ক্ষেত্রেই সংযত আচরণ করে শান্তি অক্ষুণ্ণ রেখেছে বিএসএফ। তবে তাতে বিজিবির আচরণে কোনও তারতম্য ঘটেনি। সীমান্ত বরাবর উসকানি দেওয়ার রণনীতিকে অবিচল রয়েছে তারা।