বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ইছামতী নদীতে স্পিড বোট থেকে পড়ে গেলেন জওয়ান, উদ্ধার হয়েছে মৃতদেহ

ইছামতী নদীতে স্পিড বোট থেকে পড়ে গেলেন জওয়ান, উদ্ধার হয়েছে মৃতদেহ

স্পীড বোট থেকে পড়ে যান এক জওয়ান।

জানা গিয়েছে, এই ঘটনা নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন উঠতে শুরু করেছে। বাহিনীর নিজস্ব স্পীড বোর্ড থেকে জওয়ান পড়ে গেলেন কী করে?‌ তাহলে কী পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছিল না?‌ মৃত জওয়ানের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট পুলিশ মর্গে পাঠানো হয়েছে। 

আজ, শুক্রবার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল বসিরহাটে। এদিন ইছামতী নদীতে টহল দেওয়ার সময় স্পীড বোট থেকে পড়ে যান এক জওয়ান। তার জেরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বসিরহাটের হাসনাবাদ থানার টাকি সীমান্তে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ঠিক কী ঘটেছে বসিরহাটে?‌ স্থানীয় সূত্রের খবর, সৈয়দপুর ক্যাম্পের ৮৫ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটি দল ইছামতী নদীতে টহল দেওয়া শুরু করে। শুক্রবার সকাল ৮টা নাগাদ টহল দেওয়া শুরু হয়েছিল। হঠাৎই এক জওয়ান স্পিড বোর্ড থেকে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঠিক কী জানতে পেরেছে পুলিশ?‌ পুলিশ সূত্রে খবর, ওই জওয়ান টহলদারি স্পিড বোটে ছিলেন। ইছামতী নদীতে পড়ে যান। আর উঠতে না পেরে মৃত্যু হয় তাঁর। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ঘুমের ঘোরে তিনি পড়ে যান নদীতে। বাকি জওয়ানরা তাঁকে তোলার চেষ্টা করলেও ততক্ষণে হৃদরোগে আক্রান্ত হন ওই জওয়ান। দেহ হাসপাতালে নিয়ে গেলে পুলিশের কাছে খবর আসে। ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহ।

তারপর ঠিক কী ঘটল?‌ জানা গিয়েছে, এই ঘটনা নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন উঠতে শুরু করেছে। বাহিনীর নিজস্ব স্পীড বোর্ড থেকে জওয়ান পড়ে গেলেন কী করে?‌ তাহলে কী পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছিল না?‌ মৃত জওয়ানের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট পুলিশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছেন বিএসএফের ৮৫ নম্বর ব্যাটেলিয়ানের আধিকারিকরা।

বন্ধ করুন