বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Bangladeshi Smuggler Killed in Border: বিএসএফের গুলিতে বাংলাদেশি দুষ্কৃতীর মৃত্যু, রাতে সীমান্ত পার হওয়ার চেষ্টা

Bangladeshi Smuggler Killed in Border: বিএসএফের গুলিতে বাংলাদেশি দুষ্কৃতীর মৃত্যু, রাতে সীমান্ত পার হওয়ার চেষ্টা

বিএসএফের গুলিতে বাংলাদেশি দুষ্কৃতীর মৃত্যু, রাতে সীমান্ত পার হওয়ার চেষ্টা প্রতীকী ছবি PTI Photo) (PTI)

বিএসএফের তরফ থেকে জানানো হয়েছে, অন্ধকারের মধ্যে আমাদের মধ্যে এক জওয়ান নাইট ভিশন বাইনোকুলার  দিয়ে নজরাদির চালাচ্ছিলেন।

বিএসএফের গুলিতে মৃত্যু বাংলাদেশি পাচারকারীর। সোমবার মালদায় ভারত-বাংলাদেশ সীমান্তে ওই পাচারকারীর মৃত্যু হয়েছে। বিএসএফ এই গুলি চালাতে বাধ্য হয়েছে। কার্যত পাচারকারীরা বিএসএফকে আক্রমণ করতে চাইছিল। এরপরই বিএসএফ আত্মরক্ষার্থে ও সীমান্ত রক্ষা করার জন্য গুলি চালাতে বাধ্য় হয়। ওই পাচারকারীকে চিহ্নিত করা হয়েছে। তার নাম আবদুল্লাহ। সে বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার ঋষিপাড়া এলাকার বাসিন্দা। 

বিএসএফের তরফ থেকে জানানো হয়েছে,  অন্ধকারের মধ্যে আমাদের মধ্যে এক জওয়ান নাইট ভিশন বাইনোকুলার দিয়ে নজরাদির চালাচ্ছিলেন। সেই সময় তিনি দেখেন যে ৫-৬জন বাংলাদেশের দিক থেকে ভারতের দিকে আসছে।  তাদের মাথার উপর কিছু বোঝা ছিল। সেগুলি নিয়ে তারা এগিয়ে আসছিল। এরপর জওয়ান তাদের থামার জন্য বলে। এদিকে সেই সময় কয়েকজন দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। সেই সময় ওই জওয়ান গুলি চালান বলে খবর। 

এদিকে জওয়ান কার্যত বাধ্য হয়ে গুলি চালায়। কিন্তু তারপরেও তারা থামছিল না। গুলির শব্দ শুনে অপর জওয়ান দ্রুত এলাকায় আসেন। তখন তার উপরেও হামলার চেষ্টা করা হয়। তখন তিনিও আত্মরক্ষার্থে গুলি চালান। 

বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার স্পোকসপার্সন, ডিআইজি ও মুখপাত্র একে আর্য্য জানিয়েছেন,  কোম্পানি কমান্ডার দ্রুত এলাকায় যান। এরপর আহত মানুষটাকে দেখেন। তার পাশে ধারালো অস্ত্র পড়েছিল। এরপর তাকে মুর্শিদাবাদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। 

এদিকে ঋষিপাড়া বলে জায়গায়টা বাংলাদেশের মধ্যে সীমান্ত থেকে প্রায় সাড়ে ৪ কিমি দূরে অবস্থিত। এদিকে সূত্রের খবর, ওই দুষ্কৃতী বিজিবির নজরদারি এড়িয়ে ভারতের দিকে আসার চেষ্টা করছিল। বিড়ি পাতা পাচারের জন্য় এসেছিল। 

বিএসএফের প্রশংসা করে বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার স্পোকসপার্সন, ডিআইজি ও মুখপাত্র একে আর্য্য জানিয়েছেন, বার বার বিজিবির সঙ্গে ফ্ল্য়াগ মিটিং করা হয়েছে। তারপরেও সতর্ক হয় না বিজিবি। এই নিষ্ক্রিয়তার জেরে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতে প্রবেশের চেষ্টা করে। 

 

বাংলার মুখ খবর

Latest News

স্বামী রোজ স্নান করেন না ,গায়ে ছিটিয়ে নেন গঙ্গার জল! ডিভোর্স চাইলেন স্ত্রী উত্তরবঙ্গ হাসপাতালে মাফিয়ারাজের অভিযোগ, সিবিআই তদন্তের দাবি তুলে চিঠি রাজ্যপালের আরশাদ বাজি মেরে দিতে পারে, অলিম্পিক্সের আগে একটি ফোনেই জেনেছিলেন নীরজ শ্রাদ্ধানুষ্ঠানের নিমন্ত্রণপত্রে লেখা 'We Want Justice', অনন্য প্রতিবাদ রায়গঞ্জে দেবাংশুর জন্য ঘটকালি ‘রসিকতা’ কুণালের!‘পাত্রী’ মৌসুমীর অপমানের কড়া জবাব স্বামীর বিজেপির ধর্মতলার ধরনা শেষ, আন্দোলন জিইয়ে রাখতে নানা কর্মসূচি, সরকার উৎখাতের ডাক বিশ্বকর্মা পুজোর আগেই কারখানার সামনে পিটিয়ে খুন সুপারভাইজারকে, রহস্য ব্যান্ডেলে একদিনের মধ্যে ২৩টি দাঁত তুলে বসানো হল ১২টি ! ১৩ দিনের মধ্যে মৃত্যু ব্যক্তির পুলিশের অত্যাচারে মৃত কিশোর, যোগী রাজ্যে ফের দলিত নিধন! নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি বিশ্বকর্মা পুজোয়? মঙ্গল কোন জেলায় কী হবে? ঝড় উঠবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.