লেকটাউনে ট্যাক্সি ও গাড়িকে ধাক্কা মারল বিএসএফের গাড়ি। ওই দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে গিয়েছে। সেই ঘটনায় তিন জওয়ান-সহ আটজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে। কয়েকজনের চোট কিছুটা গুরুতর বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার দুপুরে ভিআইপি রোড ধরে কলকাতা বিমানবন্দরের দিক থেকে উল্টোডাঙার দিকে আসছিল বিএসএফের গাড়িটি। যে গাড়িতে মহিলা বিএসএফ জওয়ানরা ছিলেন। গাড়ির গতিবেগ অনেকটাই ছিল বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁরা জানিয়েছেন, লেকটাউনের কাছে একটি গাড়িতে ধাক্কা মারে বিএসএফের গাড়িটি। তারপর একটি ট্যাক্সিতে ধাক্কা মারে। ধাক্কার প্রাবল্যে একটি বেসরকারি বাসে ধাক্কা মারে ওই ট্যাক্সি।
সেই দুর্ঘটনার জেরে ওই হলুদ ট্যাক্সি দুমড়ে-মুচড়ে যায়। ট্যাক্সিতে ছিলেন যাত্রী। চালক ও যাত্রী আটকে পড়েন ট্যাক্সিতে। প্রাথমিকভাবে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। চলে আসে বিধাননগর থানার পুলিশ। দ্রুত আহতদের উদ্ধার করা হয়। আটজনকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। কয়েকজনের চোট তুলনামূলকভাবে বেশি বলে প্রাথমিকভাবে খবর মিলেছে।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বিএসএফের গাড়িটি দ্রুতগতিতে আসছিল। কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। প্রাথমিকভাবে খবর, জি-২০ সম্মেলনে যোগ দিতে মধ্যমগ্রাম থেকে ওই বিএসএফের গাড়িটি আসছিল। সেইসময় দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিয়ে সংবাদসংস্থা পিটিআইকে এক পুলিশ আধিকারিক বলেছেন, ‘একটি হাসপাতালে সকলের চিকিৎসা চলছে। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা জানতে আমরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি।'