শিয়ালদা ডিভিশনের বালিগঞ্জ ও কাঁকুড়িগাছি রোডে ইন্টারলকিংয়ের কাজ চলবে। সেজন্য আগামী শনিবার (১ ফেব্রুয়ারি) এবং রবিবার (২ ফেব্রুয়ারি) বজবজ-শিয়ালদা শাখায় লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হবে। ওই দু'দিন মাত্র দুটি ট্রেন পুরো পথ চলবে। একটি ট্রেন শিয়ালদা পর্যন্ত যাবে। একটি ট্রেন শিয়ালদা থেকে ছাড়বে। বাকি ট্রেনগুলি নিউ আলিপুর পর্যন্ত যাবে বা নিউ আলিপুর থেকে ছাড়বে। আর সব বজবজ-নৈহাটি লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। কোন কোন লোকাল ট্রেন নিউ আলিপুর পর্যন্ত যাবে, কোন ট্রেন শিয়ালদা পর্যন্ত যাবে, কোন কোন ট্রেন নিউ আলিপুর থেকে ছাড়বে, কোন ট্রেন শিয়ালদা থেকে ছাড়বে, সেটার পুরো তালিকা দেখে নিন।
১ ফেব্রুয়ারিতে কোন কোন ট্রেন নিউ আলিপুর পর্যন্ত যাবে?
১) আপ ৩৪১৬৫: রাত ১২ টা ৫ মিনিটে বজবজ থেকে ছাড়ে।
২) আপ ৩৪১১১: ভোর ৪ টে ৪৫ মিনিটে বজবজ থেকে ছাড়ে।
৩) আপ ৩৪১১৩: ভোর ৫ টা ৪৩ মিনিটে বজবজ থেকে ছাড়ে।
৪) আপ ৩৪১১৫: সকাল ৬ টা ৩৩ মিনিটে বজবজ থেকে ছাড়ে।
৫) আপ ৩৪১১৭: সকাল ৮ টা ৮ মিনিটে বজবজ থেকে ছাড়ে।
৬) আপ ৩৪১১৯: সকাল ৮ টা ২৩ মিনিটে বজবজ থেকে ছাড়ে।
৭) আপ ৩৪১২১: সকাল ৯ টা ৯ মিনিটে বজবজ থেকে ছাড়ে।
৮) আপ ৩৪১২৩: সকাল ৯ টা ৩৭ মিনিটে বজবজ থেকে ছাড়ে।
৯) আপ ৩৪১২৫: সকাল ১০ টা ২২ মিনিটে বজবজ থেকে ছাড়ে।
১০) আপ ৩৪১২৭: সকাল ১০ টা ৫৩ মিনিটে বজবজ থেকে ছাড়ে।
১১) আপ ৩৪১২৯: সকাল ১১ টা ৩১ মিনিটে বজবজ থেকে ছাড়ে।
১২) আপ ৩৪১৩৩: বেলা ১২ টা ২৮ মিনিটে বজবজ থেকে ছাড়ে।
১৩) আপ ৩৪১৩৭: দুপুর ১ টা ২৩ মিনিটে বজবজ থেকে ছাড়ে।
১৪) আপ ৩৪১৪১: দুপুর ২ টো ৪৮ মিনিটে বজবজ থেকে ছাড়ে।
১৫) আপ ৩৪১৬৭: দুপুর ৩ টে ৩৩ মিনিটে বজবজ থেকে ছাড়ে।
১৬) আপ ৩৪১৪৫: বিকেল ৪ টে ১৭ মিনিটে বজবজ থেকে ছাড়ে।
১৭) আপ ৩৪১৪৯: সন্ধ্যা ৬ টা ৮ মিনিটে বজবজ থেকে ছাড়ে।
১৮) আপ ৩৪১৫১: সন্ধ্যা ৬ টা ৫৮ মিনিটে বজবজ থেকে ছাড়ে।
১৯) আপ ৩৪১৫৩: সন্ধ্যা ৭ টা ২৬ মিনিটে বজবজ থেকে ছাড়ে।
২০) আপ ৩৪১৫৫: রাত ৮ টা ১৫ মিনিটে বজবজ থেকে ছাড়ে।
২১) আপ ৩৪১৫৭: রাত ৮ টা ৫৩ মিনিটে বজবজ থেকে ছাড়ে।
২২) আপ ৩৪১৫৯: রাত ৯ টা ৩৮ মিনিটে বজবজ থেকে ছাড়ে।
২৩) আপ ৩৪১৬১: রাত ১০ টা ১৬ মিনিটে বজবজ থেকে ছাড়ে।
২৪) আপ ৩৪১৬৩: রাত ১১ টা ৪ মিনিটে বজবজ থেকে ছাড়ে।
১ ফেব্রুয়ারিতে কোন কোন ট্রেন নিউ আলিপুর থেকে ছাড়বে?
১) ডাউন ৩৪১১২: রাত ৩ টে ৪৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২) ডাউন ৩৪১১৪: ভোর ৪ টে ৩৬ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৩) ডাউন ৩৪১১৬: ভোর ৫ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৪) ডাউন ৩৪১১৮: সকাল ৬ টা ১০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৫) ডাউন ৩৪১২০: সকাল ৭ টা ২০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৬) ডাউন ৩৪১২২: সকাল ৮ টা ৯ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৭) ডাউন ৩৪১২৪: সকাল ৮ টা ৩৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৮) ডাউন ৩৪১২৬: সকাল ৯ টা ২২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৯) ডাউন ৩৪১২৮: সকাল ৯ টা ৪৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
১০) ডাউন ৩৪১৩০: সকাল ১০ টা ১৮ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
১১) ডাউন ৩৪১৩২: সকাল ১০ টা ৫০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
১২) ডাউন ৩৪১৩৬: সকাল ১১ টা ৫৬ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
১৩) ডাউন ৩৪১৪০: দুপুর ১ টা ১৪ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
১৪) ডাউন ৩৪১৬৮: দুপুর ২ টো ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
১৫) ডাউন ৩৪১৪৬: দুপুর ৩ টে ৮ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
১৬) ডাউন ৩৪১৪৮: দুপুর ৩ টো ৫৭ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
১৭) ডাউন ৩৪১৫০: বিকেল ৪ টে ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
১৮) ডাউন ৩৪১৫৪: বিকেল ৫ টা ৪৭ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
১৯) ডাউন ৩৪১৫৬: সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২০) ডাউন ৩৪১৫৮: সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২১) ডাউন ৩৪১৬০: রাত ৮ টা ৩৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২২) ডাউন ৩৪১৬২: রাত ৯ টা ১৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২৩) ডাউন ৩৪১৬৪: রাত ১০ টা ৪ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২৪) ডাউন ৩৪১৬৬: রাত ১১ টা ১০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২ ফেব্রুয়ারিতে নিউ আলিপুরে কোন কোন ট্রেনের সংক্ষিপ্ত যাত্রা শুরু বা শেষ হবে?
১) আপ ৩৪১৬৫
২) আপ ৩৪১১১
৩) আপ ৩৪১১৩
৪) আপ ৩৪১১৫
৫) আপ ৩৪১১৭
৬) আপ ৩৪১১৯
৭) আপ ৩৪১২১
৮) আপ ৩৪১২৩
৯) আপ ৩৪১২৫
১০) আপ ৩৪১২৯
১১) আপ ৩৪১৩৩
১২) আপ ৩৪১৩৭
১৩) আপ ৩৪১৪১
১৪) আপ ৩৪১৬৭
১৫) আপ ৩৪১৪৫
১৬) আপ ৩৪১৪৯
১৭) আপ ৩৪১৫১
১৮) আপ ৩৪১৫৩
১৯) আপ ৩৪১৫৫
২০) আপ ৩৪১৫৭
২১) আপ ৩৪১৫৯
২২) আপ ৩৪১৬১
২৩) আপ ৩৪১৬৩
২৪) ডাউন ৩০১২২
২৫) ডাউন ৩০১১২
২৬) ডাউন ৩৪১১৪
২৭) ডাউন ৩৪১১৬
২৮) ডাউন ৩৪১১৮
২৯) ডাউন ৩৪১২০
৩০) ডাউন ৩৪১২২
৩১) ডাউন ৩৪১২৪
৩২) ডাউন ৩৪১২৬
৩৩) ডাউন ৩৪১৩০
৩৪) ডাউন ৩৪১৩২
৩৫) ডাউন ৩৪১৩৬
৩৬) ডাউন ৩৪১৪০
৩৭) ডাউন ৩৪১৬৮
৩৮) ডাউন ৩৪১৪৬
৩৯) ডাউন ৩৪১৪৮
৪০) ডাউন ৩৪১৫০
৪১) ডাউন ৩৪১৫৪
৪২) ডাউন ৩৪১৫৬
৪৩) ডাউন ৩৪১৫৮
৪৪) ডাউন ৩৪১৬০
৪৫) ডাউন ৩৪১৬২
৪৬) ডাউন ৩৪১৬৪
৪৭) ডাউন ৩৪১৬৬
কোন দুটি ট্রেন পুরো বজবজ ও শিয়ালদার মধ্যে চলবে (১ ও ২ ফেব্রুয়ারি)?
১) ৩৪১৪৭: বিকেল ৪ টে ৫৮ মিনিটে বজবজ থেকে ছাড়ে।
২) ৩৪১৫২: বিকেল ৫ টা ২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
বজবজ লাইনের ট্রেনের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়
১) শনিবার ও রবিবার সমস্ত বজবজ-নৈহাটি লোকাল বাতিল থাকবে। অর্থাৎ বাতিল থাকবে আপ ৩১০৫১ (সকাল ৭ টা ১০ মিনিটে বজবজ থেকে ছাড়ে), আপ ৩১০৫৩ (দুপুর ২ টো ১ মিনিটে বজবজ থেকে ছাড়ে) এবং আপ ৩১০৫৫ (বিকেল ৫ টা ৪৮ মিনিটে বজবজ থেকে ছাড়ে)।
২) দু'দিনই ৩৪০৫২ নৈহাটি-বজবজ লোকাল, ৩৪০৫৪ নৈহাটি-বজবজ লোকাল এবং ৩৪০৫৬ কল্যাণী সীমান্ত-বজবজ লোকাল আসবে শিয়ালদা পর্যন্ত।
৩) রবিবার এমনিতেই আপ ৩৪১২৭ এবং ডাউন ৩৪১২৮ বাতিল থাকে।