গতবছর দুবাইয়ের বুর্জ খালিফা বিল্ডিংয়ের আদলে মণ্ডপ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিল কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তা দেখতে ভিড় জমেছিল বহু মানুষের। এ বছরও হচ্ছে বুর্জ খলিফার আদলে মণ্ডপ। তবে কলকাতায় নয়, বুর্জ খলিফার আদলে এবার মণ্ডপ তৈরি হচ্ছে উত্তর দিনাজপুরের করণদিঘিতে। জোর কদমে চলছে মণ্ডপ তৈরির কাজ। গত দু'বছর করোনার কারণে সেভাবে পুজোর আয়োজন হয়নি রাজ্যজুড়ে। আর এবার করোনার প্রকোপ কাটতেই কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় পুজোর প্রস্তুতি তুঙ্গে। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে তৈরি হচ্ছে বুর্জ খালিফার আদলে মণ্ডপ।
আরও পড়ুন: দুর্গাপুজোর মাসে পঞ্চমহাপুরুষ যোগ! অর্থভাগ্য থেকে কেরিয়ারে সাফল্য কোন কোন রাশির
গত ৯ বছর ধরে পুজোর আয়োজন করে আসছে করণদিঘি সর্বজনীন পুজো কমিটি। এই মণ্ডপের উচ্চতা হবে ১৩০ ফুট। সেই সঙ্গে থাকছে চন্দননগরের আলোকসজ্জা। চাঁচোলের মৃৎশিল্পী তৈরি করছেন প্রতিমা। তাতে থাকছে সাবেকীয়ানার ছোঁয়া। এই পুজো কমিটির অন্যতম কর্মকর্তা হলেন তৃণমূল বিধায়ক গৌতম পাল। পুজোর পাশাপাশি বিভিন্ন ধরনের সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হবে।
গৌতম পাল জানিয়েছেন, পুজো কমিটির আড়াইশো জন সদস্য এবং এলাকার বাসিন্দাদের আর্থিক সহায়তায় এই পুজোর আয়োজন করা হচ্ছে। পুজোর সময় বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচির মধ্যে দিয়ে দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ করার পাশাপাশি পড়ুয়াদের সংবর্ধনা, অর্থ সহায়তা প্রভৃতি করা হবে বলে তিনি জানিয়েছেন।