পরিবহণ দফতরের তরফে বার বারই পথ নিরাপত্তা বিধি মেনে গাড়ি চালানোর জন্য বলা হয়। বাসগুলি যাতে বেপরোয়া ভাবে না চালানো হয় সেকারণে বার বারই বলা হয়েছে পরিবহণ দফতর ও পুলিশের তরফে। কিন্তু কে শুনছে কার কথা। ফের বড় দুর্ঘটনায় পড়ল যাত্রীবোঝাই বাস। পূর্ব বর্ধমানে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস। জখম হয়েছেন অন্তত ৩০জন। একেবারে ভয়াবহ ঘটনা।
সূত্রের খবর, বাসটি বর্ধমান থেকে কুসুমগ্রামের দিকে যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধান জমিতে নেমে যায়। বাসিন্দাদের দাবি, বাসটি একেবারে বেপরোয়াভাবে চালানো হচ্ছিল। বাসের যাত্রীরা বার বার এনিয়ে বাস চালককে সতর্ক করেছিলেন। কিন্তু তিনি কিছুতেই শুনছিলেন না। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের ধান জমিতে নেমে যায়। এর জেরেই জখম হয়েছেন অন্তত তিরিশ জন যাত্রী। জখমদের মধ্য়ে এক শিশুও রয়েছে। জখমদের মধ্য়ে কয়েকজনকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে তোলার চেষ্টা করা হচ্ছে। বহু জনের মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় চোট লেগেছে।
স্থানীয় বাসিন্দারাই প্রথমে জখম হওয়া যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করেন। এরপর পুলিশ ও দমকল উদ্ধারকাজে নামে। সূত্রের খবর, ভান্ডারডিহি ও ছোটবেলুনের মধ্য়বর্তী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধান জমিতে নেমে যায়।
এক বাসযাত্রী বলেন, অর্ধেক রাস্তায় গিয়েছিলাম। আচমকাই বাসটি ধান জমিতে নেমে গেল। বাসটি অত্যন্ত বেপরোয়াভাবে চলছিল। কিছু বুঝে ওঠার আগেই দুর্ঘটনা ঘটে যায়।
অপর এক যাত্রী বলেন, বাসের চালককে বার বার সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি কিছুতেই শুনতে চাইছিলেন না।