রংপোর কাছে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। শিলিগুড়ি–সিকিম পথে বাস দুর্ঘটনার কবলে পড়েছে। তাতে জখম হয়েছেন বহু যাত্রী। এমনকী বেশ কয়েকজনের মৃত্যুর খবর মিলেছে। সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বাস দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগায়। তখনই কয়েকজন যাত্রীর মৃত্যু খবর পাওয়া গিয়েছে। তবে তা এখনও পুলিশ স্পষ্ট করেনি। আহতদের নিকট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ, শনিবার শিলিগুড়ি থেকে গ্যাংটক যাচ্ছিল বাসটি। তখনই পথে রংপোর কাছে খাদে উলটে পড়ে যাত্রীবাহী বাস। তাতে বড় বিপদ ঘটে গিয়েছে।
এদিকে এই বাস দুর্ঘটনার জেরে অটল সেতু ভেঙে গিয়েছে। এই বাস দুর্ঘটনার জেরে অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত খবর। দুর্ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করা হয়েছে। তারপর দ্রুত রংপো হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁরা এখন চিকিৎসাধীন। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই বাসটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তার জেরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বাসে ২০ জনের বেশি যাত্রী ছিলেন। তাঁদের সকলের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় আলোড়ন ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন: বিজেপির ৫০টি আসন পাওয়া কঠিন, ২০২৬ বিধানসভা নির্বাচন নিয়ে মত কেন্দ্রীয় নেতৃত্বের
অন্যদিকে গ্যাংটকগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় তিস্তায় বলে খবর মিলেছে। এই ঘটনার পরই রংপোর কাছে বাস দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত খবর মিলেছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। বাসের মধ্যে থেকে আহত যাত্রীদের বের করে আনা হয়েছে। এখন শীত ভালরকম পড়েছে সেখানে। সেখানে বাসের গতি বেশ জোরে ছিল। যা বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। তার জেরে এই মারাত্মক বাস দুর্ঘটনা ঘটে যায়।
এছাড়া স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুরে শিলিগুড়ি থেকে যাত্রী নিয়ে বাসটি গ্যাংটক যাচ্ছিল। পশ্চিমবঙ্গ এবং সিকিম সীমান্তে রংপোর কাছে বাসটি খাদে পড়ে যায়। রাস্তা থেকে তখন গড়িয়ে সোজা তিস্তায় পড়ে বাসটি। ঘটনাস্থলে পৌঁছেছে সিকিম এবং কালিম্পং পুলিশ। উদ্ধারকারী দলের সদস্যরা বাসের মধ্যে থেকে যাত্রীদের বের করে আনে। বাসে পর্যটকদের থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই দুর্ঘটনার বিষয়ে কালিম্পংয়ের জেলাশাসক বালসুব্রহ্মণ্যম টি বলেন, ‘উদ্ধারকাজ এখনও চলছে। মৃত্যু হয়েছে কয়েকজনের। ২০ জনের বেশি আহত হয়েছেন।’