বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > SBSTC bus service: এখনও চলছে SBSTC-র কর্মীদের আন্দলোন, দুর্গাপুজোর আগে কি সমস্যার সমাধান হবে!

SBSTC bus service: এখনও চলছে SBSTC-র কর্মীদের আন্দলোন, দুর্গাপুজোর আগে কি সমস্যার সমাধান হবে!

ব্যাহত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস।

আন্দোলনকারীদের বক্তব্য, তারা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছে তার পরেও সেই দাবি পূরণের জন্য আবেদন জানানো হয়েছে। সেই দাবি পূরণের ব্যাপারে কোনও সংস্থার পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই দাবিতে প্রথমে দিঘা বাস ডিপোয় আন্দোলন শুরু হয়।

কুড়মি জনজাতির আন্দোলনে ইতি পড়লেও এসবিএসটিসির অস্থায়ী কর্মীদের আন্দোলন থামার কোনও ইঙ্গিত এখনও মেলেনি। ক্রমেই বড় আকার নিচ্ছে কর্মীদের আন্দোলন। আজও দুর্গাপুর, বাঁকুড়া-সহ রাজ্যের বিভিন্ন ডিপো থেকে ছাড়ল না দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস। যার জেরে আজও নাকাল হতে হল যাত্রীদের। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাসের অস্থায়ী কর্মীরা।

আরও পড়ুন: দুদিনে পড়ল সরকারি বাসের অস্থায়ী কর্মীদের আন্দোলন, আজও ব্যাহত SBSTC পরিষেবা

তৃণমূলের ঝাণ্ডা ব্যবহার করে এবং মুখ্যমন্ত্রী মমতার ছবি ব্যবহার করে আন্দোলন করছেন কর্মীরা। তাদের দাবি মোট ৭ দফা। যার মধ্যে রয়েছে, কমপক্ষে মাসে ২৬ দিন কাজ দিতে হবে। বেতন বৃদ্ধি করতে হবে। অস্থায়ী কর্মীচারীদের স্থায়ীকরণের ব্যবস্থাও করতে হবে। এছাড়াও, তাদের যে সমস্ত রুট রয়েছে সেই সমস্ত রুটেই বাস পরিষেবা চালু করতে হবে। এই ধরনের বিভিন্ন দাবিকে সামনে রেখে কর্মীরা বিক্ষোভ করার পাশাপাশি কর্মবিরতি পালন করছে।

 আন্দোলনকারীদের বক্তব্য, তারা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছে তার পরেও সেই দাবি পূরণের জন্য আবেদন জানানো হয়েছে। সেই দাবি পূরণের ব্যাপারে সংস্থার পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই দাবিতে প্রথমে দিঘা বাস ডিপোয় আন্দোলন শুরু হয়। পরে একে একে আন্দোলন ছড়িয়ে পড়ে মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, বহরমপুর, হাওড়া, শিবপুরে।

এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল বলেন, ‘কর্মীদের ২৬ দিনের কাজ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। কালীপুজো পর্যন্ত যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখতে বলা হয়েছে। কালীপুজোর পরে তাদের সঙ্গে বৈঠক করা হবে।’ তবে দক্ষিণবঙ্গ বাস পরিষেবা বন্ধ থাকার ফলে নিত্যযাত্রী থেকে সাধারণ যাত্রী, এমনকি পর্যটকরা চরম দুর্ভোগে পড়েছেন।

বাংলার মুখ খবর

Latest News

গায়ে উর্দি, মাথায় জোকারের টুপি, TMC নেতার জন্মদিনের পার্টিতে হাজির পুলিশ কর্মী শুক্রর তুলায় প্রবেশ, ৫ রাশির জীবনে বাড়বে প্রেম, দেখুন সাপ্তাহিক প্রেম রাশিফল আগামী সপ্তাহে আরও একটা নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে পণ্ড হতে পারে পুজোর প্রস্তুতি আরজি কর নিয়ে প্রতিবাদ এবার ইন্ডিয়াজ বেস্ট ডান্সারের মঞ্চে, মন্ত্রমুগ্ধ বিচারকার ভয় পেয়েছে বলে নির্লজ্জশ্রী আমাদের ট্যাক্সের টাকায় ২১টা আইনজীবী পুষছে: অপূর্ব দিল্লিতে ট্রাক চালকের সঙ্গে মারামারি করেছিলেন গৌতম গম্ভীর- আকাশ চোপড়ার বড় দাবি ছুটি কাটাতে কিমকে নিমন্ত্রণ, নজরে পাকিস্তান, ট্রাম্পকে ‘মারতে চাওয়া’ রায়ান কে? ভাদ্রপদ পূর্ণিমাকে কেন বিশেষ মানা হয়? জেনে নিন এই দিন স্নান দান পুজোর শুভ সময় বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দুরা, পুজোর মুখে পর পর ৮টি মূর্তি ভাঙচুর বছরে আয় ১০ কোটি! ভারতে ক্রিকেট ধারাভাষ্যকারদের বেতন নিয়ে মুখ খুললেন আকাশ চোপড়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.