মু্র্শিদাবাদে বাস-ট্রাক সংঘর্ষে মৃত চালকসহ ২
১ মিনিটে পড়ুন . Updated: 18 Jan 2022, 07:25 PM IST- স্থানীয়রা জানিয়েছেন, বহরমপুর থেকে ফরাক্কাগামী বাসটি রং লেন দিয়ে যাচ্ছিল। কর্তব্যরত পুলিশকর্মীরা বাসটিকে ঘুরিয়ে সঠিক লেনে যেতে বলেন।
মুর্শিদাবাদের নবগ্রামে ৩৪ নম্বর জাতীয় সড়কে বাসের সঙ্গে পাথরবোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল বাসের চালকসহ ২ জনের। ঘটনায় বাসের ২০ জন যাত্রী আহত হয়েছেন। তার মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানিয়েছেন, বহরমপুর থেকে ফরাক্কাগামী বাসটি রং লেন দিয়ে যাচ্ছিল। কর্তব্যরত পুলিশকর্মীরা বাসটিকে ঘুরিয়ে সঠিক লেনে যেতে বলেন। বাসটি ঘুরিয়ে উলটো দিকে যাওয়ার সময় মুখোমুখি ধাক্কা মারে পাথরবোঝাই একটি লরি। লরির ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসের চালকের। মৃত্যু হয় ১ যাত্রীরও।
দুর্ঘটনার সময় বাসটিতে ৩০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। তার মধ্যে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার করে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যায় পুলিশ।