বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > হাওড়ায় কোন কোন রুটের সরকারি বাস চলছে, জেনে নিন পূর্ণাঙ্গ তালিকা

হাওড়ায় কোন কোন রুটের সরকারি বাস চলছে, জেনে নিন পূর্ণাঙ্গ তালিকা

হাওড়া ব্রিজ

হাওড়াগামী কমপক্ষে ২০ টি রুটে বাস চলছে।

কর্মসূত্রে অনেক হাওড়াবাসী যেমন কলকাতায় আসেন, তেমনই কলকাতা, দুই পরগনা থেকে অনেকেই হাওড়ার অফিসে যান। ট্রেন, ভেসেল পরিষেবা বন্ধ থাকায় যাতায়াতের জন্য সেইসব যাত্রীদের কাছে একমাত্র ভরসা বাস পরিষেবা। সেজন্য একাধিক রুটে সরকারি বাস পরিষেবা শুরু করেছে রাজ্য পরিবহন দফতর।

কলকাতা শহর এবং উত্তর-দক্ষিণ শহরতলির বিভিন্ন প্রান্ত থেকে হাওড়াগামী একাধিক রুটের বাস ছাড়ছে। সেগুলির গন্তব্য মূলত হাওড়া স্টেশন। নবান্ন থেকে আরিয়াদহ এবং রাজাবাজার রুটেও সরকারি বাস চলছে। এছাড়া মন্দিরতলা থেকে বিবাদী বাগ পর্যন্ত বাস পরিষেবা শুরু হয়েছে। দু'দিকেই সব বাস পরিষেবা মিলছে। পরিবহন কর্তাদের বক্তব্য, বাস পরিষেবার মাধ্যমে কলকাতা, হাওড়া এবং দুই পরগনা যুক্ত হওয়ায় বড় একটি অংশের যাত্রীর ঝক্কি কমেছে।

কোন কোন বাস হাওড়ায় যাবে এবং কোন সেই বাসগুলি কোথা ছাড়ছে, দেখে নিন

১) এস ১০-এ : হাওড়া স্টেশন-বালিগঞ্জ (গড়িয়াহাট, হাজরা, এসপ্ল্যানেড, বিবাদী বাগ)।

২) ই-১ : হাওড়া স্টেশন-যাদবপুর (হাজরা, এসপ্ল্যানেড, বিবাদী বাগ)।

৩) ই-৩২ : নীলগঞ্জ-হাওড়া (ব্যারাকপুর, ডানলপ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, এসপ্ল্যানেড)।

৪) ই-৪ : পর্ণশ্রী-হাওড়া স্টেশন (এসপ্ল্যানেড, বিবাদী বাগ)।

৫) এস-৫ : গড়িয়া-হাওড়া (যাদবপুর, গোলপার্ক, দেশপ্রিয় পার্ক, হাজরা, পার্কস্ট্রিট, বিবাদী বাগ)।

৬) এস-৭ : গড়িয়া-হাওড়া (নাকতলা, টালিগঞ্জ, হাজরা, পার্কস্ট্রিট, বিবাদী বাগ)।

৭) এস ৩২ এ : ডানলপ-হাওড়া স্টেশন (বি টি রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড)।

৮) এস-২৪ : কামালগাজি-হাওড়া স্টেশন (রুবি, সায়েন্স সিটি, সিআইটি রোড, মৌলালি, এসপ্ল্যানেড, বিবাদী বাগ)।

৯) এস-২ : হাওড়া স্টেশন-কুঁদঘাট (টালিগঞ্জ, হাজরা, এসপ্ল্যানেড, বিবাদী বাগ)।

১০) ৭-এ : সরশুনা-হাওড়া স্টেশন (বেহালা চৌরাস্তা, খিদিরপুর)।

১১) এম-৭ বি : শিবরামপুর-হাওড়া স্টেশন (বেহালা চৌরাস্তা, করুণাময়ী, টালিগঞ্জ মেট্রো, পার্কস্ট্রিট, এসপ্ল্যানেড)।

১২) এস-১২ : নিউ টাউন-হাওড়া স্টেশন (কলেজ মোড়, চিংড়িঘাটা, বেলেঘাটা, শিয়ালদহ, মৌলালি, এসপ্ল্যানেড)।

১৩) এস-১২ ডি : ঠাকুরপুকুর-হাওড়া স্টেশন (বেহালা, তারাতলা, খিদিরপুর, বিবাদী বাগ)।

১৪) এস-৫৭ : আরিয়াদহ-নবান্ন (ডানলপ, বি টি রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, বিবাদী বাগ)।

১৫) টি-২ : বিবাদী বাগ-মন্দিরতলা (বিবাদী বাগ, এসপ্ল্যানেড, পার্কস্ট্রিট, রবীন্দ্র সদন, বিদ্যাসাগর সেতু)।

১৬) সি-৪৫ : ঘোলা (সোদপুর)-হাওড়া (সোদপুর, কামারহাটি, ডানলপ, শ্যামবাজার, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, বড়বাজার)।

১৭) সি-২৮ : ব্যারাকপুর-হাওড়া (টিটাগড়, সোদপুর, কামারহাটি, ডানলপ, শ্যামবাজার, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড)।

১৮) সি-৩৯ : রাজাবাজার-নবান্ন (মৌলালি, এস এন ব্যানার্জি রোড, বিধান মার্কেট, পার্কস্ট্রিট উড়ালপুল, এক্সাইড/রবীন্দ্র সদল, পিটিএস, বিদ্যাসাগর সেতু)।

১৯) সি-৩৭ : আমতলা-হাওড়া (এসপ্ল্যানেড, খিদিরপুর, বেহালা, জোকা)।

২০) সি-২৬ : হাওড়া-বারুইপুর (এসপ্ল্যানেড, মৌলালি, পার্ক সার্কাস, রুবি, কামালগাজি, রাজপুর, পদ্মপুকুর)।

বাংলার মুখ খবর

Latest News

‘এরাই সম্ভাব্য ধর্ষক…’, মৌসুমীকে কটাক্ষ, দেবাংশু-কুণালকে ধুয়ে দিলেন শ্রীলেখারা ৩ স্পিনার,২ পেসার! বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে ভারতীয় দল… ‘একটি পর্যবেক্ষণে…',CBIকে ‘খাঁচা বন্দি পাখি’ বলে SCর মন্তব্যের পর সরব ধনখড় দেখুন, 'ওরা' আমার পেজে দলবেঁধে রিপোর্ট করছে, মহা বিপাকে কুণাল 'চোখ দিয়ে তাকাতেও যেন ভয় পায়..’, ঘাটাল থেকে জুনিয়র ডাক্তারদের কী বার্তা দেবের একাধিক ট্রেন বাতিল থাকবে ১ মাস! চলবে না বাংলার এক্সপ্রেসও, রইল পুরো তালিকা নতুন কুস্তি লিগের ঘোষণা সাক্ষী-গীতার, পাশে নেই ফেডারেশন ৫ বছরে নকল ভিসা তৈরি করে আয় ৩০০ কোটি টাকা! পুলিশের হাতে গ্রেফতার ৭ অভিযুক্ত সেবি প্রধান মাধবী বুচের বিরুদ্ধে হিন্ডেনবার্গের কটাক্ষ নিয়ে নির্মলা সীতারমন মুখ্যমন্ত্রীর গণেশ পুজোয় বলি সেলেবদের ভিড়, সলমন থেকে শিল্পা—সামিল একঝাঁক তারকা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.