
খড়গপুরে প্রকাশ্যে শ্যুটআউট, মৃত্যু ১ জমি ব্যবসায়ীর
১ মিনিটে পড়ুন . Updated: 01 Jan 2021, 11:00 PM IST- পরিবারের তরফে জানানো হয়েছে, এদিন বেলা ৩টের পর একটি ফোন পেয়ে বাড়ি থেকে বেরোন অর্জুন।
ফের শ্যুটআউট খড়গপুরে। বছরের প্রথমদিনই গুলিবিদ্ধ এক ব্যবসায়ী। শুক্রবার শহরের মথুরাকাটি এলাকার বেবি রানি গ্রাউন্ডের কাছে গুলিবিদ্ধ হন অর্জুন সোনকর (৩০) নামে ওই জমি ব্যবসায়ী। ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ।
এদিন মোটরবাইক চালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন অর্জুন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
পরিবারের তরফে জানানো হয়েছে, এদিন বেলা ৩টের পর একটি ফোন পেয়ে বাড়ি থেকে বেরোন অর্জুন। সন্ধে ৬টা নাগাদ তাঁরা জানতে পারেন দুর্ঘটনায় অর্জুনের মৃত্যু হয়েছে। হাসপাতালে গিয়ে দেখেন গুলিতে মৃত্যু হয়েছে তাঁর।
ঘটনার তদন্তে নেমে ঘটনাস্থল থেকে ১টি গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। সঙ্গে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিহতকে নিজেদের কর্মী বলে দাবি করেছে তৃণমূল।