পর্যটন ও আতিথেয়তা শিল্প ক্রমাগত পরিবর্তনশীল। প্রতিদিন তার বদল হচ্ছে। নতুন প্রযুক্তি, অভিনব ব্যবসায়িক মডেল, নতুন ধরনের বিপণন কৌশলেই রয়েছে তার বৈশিষ্ট্য। সমসাময়িক সমস্যা, বিশ্বের প্রবণতা এবং সুস্থায়ী উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে কীভাবে এই শিল্প তার গতি বজায় রেখেছে, তা নিয়েই দু'দিনের একটি সম্মলেন অনুষ্ঠিত হল দুর্গাপুরে। যার আয়োজক ছিল দেশের অন্যতম হোটেল এবং পর্যটন ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠান এনএসএইচএম ইনস্টিটিউট অফ হোটেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট। আলোচনায় উঠে এল ভারতে পর্যটন শিল্পে বিপুল সম্ভাবনার কথা।
এই আলোচনা সভায় আলোচকদের মধ্যে ছিলেন, রয়্যাল থাই কনস্যুলেট আচরাপন যবপ্রপাস, নেপালের কনস্যুলেট জেনারেল ইশোর রাজ পাউডেল, রিপাবলিক অফ মলদ্বীপ কনসাল রামকৃষ্ণ জয়সওয়াল, ডঃ নিতিন শঙ্কর নাগরালে, সিইও, কোয়ালিটি এনজেড, নিউজিল্যান্ড এবং পর্যটন ও শিক্ষা মন্ত্রকের বিশেষজ্ঞরা। এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, দুর্গাপুরের প্রধান উপদেষ্টা সেসিল অ্যান্টনি বলেন, 'এই সম্মলনের লক্ষ্য হল সমসাময়িক সমস্যা, বিশ্বের প্রবণতা ও সুস্থায়ী উন্নয়নে বিশেষজ্ঞদের মত ও ভাবনা দিয়ে পর্যটন শিল্পের দিক নির্দেশ করা।'
সংস্থার অধ্যক্ষ ডঃ মিলিন্দ বলেন, 'ভারতের ভৌগলিক ও প্রাকৃতিক বৈচিত্রের কারণে পর্যটন শিল্পের কাছে প্রভূত বৃদ্ধির সম্ভাবনা। দেশের পর্যটন ব্যবসা ২০২০ অর্থবর্ষে ছিল ৭৫ বিলিয়ন ডলার। তা ২০২৭ অর্থবর্ষে ১২৫ বিলিয়ন ডলারে পৌঁছবে বলে মনে করা হচ্ছে। ২০২৮ সালের মধ্যে ভারতে বিদেশি পর্যটকদের সংখ্যা তিন কোটির উপরে পৌঁছবে।'