আজ, শনিবার চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল প্রকাশ হবে। তাই গণনা শুরু হয়েছে সাতসকালেই। এই আবহে বাগদার গণনাকেন্দ্রের সামনে হঠাৎ হাজির হয়ে গেলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বাগদা বিধানসভার উপনির্বাচনের এই গণনা হচ্ছে বাগদা হেলেঞ্চা হাইস্কুলে। কড়া নিরাপত্তায় চার বিধানসভা কেন্দ্রে পোস্টাল ব্যালটে শুরু হয়েছে ভোটগণনা। রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণে ২০২১ সালে বিজেপি জিতেছিল। মানিকতলায় জিতেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু তিন বিধানসভা কেন্দ্রে বিজেপি বিধায়করা দলবদল করে তৃণমূল কংগ্রেসে আসে। আর মানিকতলায় সাধন পাণ্ডে প্রয়াত হন। তাই এই উপনির্বাচন হয়।
আজ এই উপনির্বাচনের ফলাফলের সময় গণনাকেন্দ্রের সামনে হাজির হন শান্তনু ঠাকুর। তিনি বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে জিতে এখন কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী। আর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হঠাৎ হাজির হওয়ার জেরে উত্তেজনাও তৈরি হয় গণনাকেন্দ্রের বাইরে। পুলিশ তৎক্ষণাৎ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীকে সরিয়ে দেয়। এমনকী জানিয়ে দেওয়া হয়, ২০০ মিটারের মধ্যে থাকা যাবে না। এটাই নির্বাচন কমিশনের নিয়ম। পুলিশ তাঁকে সরিয়ে দেওয়ায় শান্তনু বাধ্য হন গণনাকেন্দ্র থেকে চলে যেতে। তখন আরও কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় বুথ। রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দিয়ে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: গির্জার নার্সিং কলেজে মেরামতির কাজে বাধার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে, চিঠি গেল মুখ্যমন্ত্রীর দুয়ারে
শান্তনু ঠাকুর যখন হাজির হন তখন গণনাকেন্দ্রে চলছিল পোস্টাল ব্যালটের ভোট গণনা। তারপর ইভিএমের ভোট গোনা শুরু হয়। এই ঘটনার পর ক্ষোভ দেখান শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুর বলেন, ‘বাংলার প্রশাসনের ভূমিকা সকলেই জানেন। তৃণমূল কংগ্রেস গণনায় যাতে কারচুপি করতে না পারে তাই সকালেই প্রার্থী এবং কর্মীদের নিয়ে পৌঁছে গিয়েছিলাম। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা নজরদারি রাখব।’ এবার এই উপনির্বাচন নিয়ে শুরু থেকেই অভিযোগ করে আসছিলেন বিজেপি প্রার্থী থেকে নেতারা। তাই আজ শান্তনুর গণনাকেন্দ্রে হাজির হওয়া বেশ তাৎপর্যপূর্ণ।
তবে এবার বাগদা বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোট ভাগ হওয়ার সম্ভাবনা শুরু থেকেই ছিল। কারণ বাগদায় তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বনগাঁর মতুয়া ঠাকুরবাড়ির কন্যা মধুপর্ণা ঠাকুরকে। মধুপর্ণা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা ঠাকুরবাড়ির সংঘাধিপতি মমতাবালা ঠাকুরের মেয়ে। আর ওই কেন্দ্রে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মতুয়া সম্প্রদায়ের নেতা বিনয়কুমার বিশ্বাস। বাগদায় বামেদের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছিল ফরোয়ার্ড ব্লকের গৌরাদিত্য বিশ্বাসকে। সুতরাং বাগদায় মতুয়া ভোট ভাগ হলে কে জয়ী হন এখন সেটাই দেখার।