বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > সরাসরি সংঘাতে জড়াল বাম–কংগ্রেস, দুই আসনে প্রার্থী ঘোষণা করতেই জোটে জট

সরাসরি সংঘাতে জড়াল বাম–কংগ্রেস, দুই আসনে প্রার্থী ঘোষণা করতেই জোটে জট

বাম–কংগ্রেস

আগামী ১০ জুলাই চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। তা নিয়ে বামফ্রন্টের বৈঠক বসে। এই চার কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করে লড়াই হবে বলে জানানো হয়। বামেরা প্রার্থী দেয় তিন কেন্দ্রে। একটি আসন ছাড়া হয় কংগ্রেসকে। এই তিন কেন্দ্রের দুটিতে সিপিএম একটিতে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ঘোষণা করা হয়।

তৃণমূল কংগ্রেস আগেই চার বিধানসভা আসনের উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছিল। বিজেপিও চারজন প্রার্থীর নাম ঘোষণা করেছে। বামেরা একটি আসন কংগ্রেসকে ছেড়ে তিনটি আসনে প্রার্থী ঘোষণা করে দেয়। লোকসভা নির্বাচনে বামেরা একটি আসনও পায়নি। তাহলে এত দাদাগিরি কিসের?‌ এই প্রশ্ন ওঠে কংগ্রেস নেতাদের মধ্যে। বামেরা রায়গঞ্জ আসনটি শুধু ছেড়েছে কংগ্রেসকে। আর তাতেই বিধান ভবনের নেতারা চটে গিয়ে বাগদা আসনে প্রার্থী দিয়ে বসেছে। সুতরাং রাজ্যের চার আসনের উপনির্বাচনেও বাম–কংগ্রেসের জোটে জট দেখা গেল।

বামফ্রন্টের শরিক দল ফরওয়ার্ড ব্লকের ঘোষণা করা বাগদা কেন্দ্রে এবার পৃথকভাবে প্রার্থী দিয়ে দিল কংগ্রেস। রাজ্যের চারটি আসনের উপনির্বাচনে এবার দুটিতে লড়বে হাত শিবির। মানিকতলা আর রানাঘাটে আলাদা প্রার্থী দিচ্ছে না কংগ্রেস। আজ, মঙ্গলবার এআইসিসির পক্ষ থেকে বাংলার দুই কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হল। রায়গঞ্জ আসনে কংগ্রেসের প্রার্থী উত্তর দিনাজপুরের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত। আর বাগদা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন অশোক হালদার। ওই কেন্দ্রে লড়বেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী গৌরদীপ্ত বিশ্বাস। সুতরাং বাগদায় চতুর্মুখী লড়াই।

আরও পড়ুন:‌ বিজেপির এমন ভরাডুবি কেন? সুকান্তের পর্যালোচনা বৈঠকে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

আগামী ১০ জুলাই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। তা নিয়ে গত শুক্রবার বামফ্রন্টের বৈঠক বসে। সেখান থেকেই এই চার কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করে লড়াই হবে বলে জানানো হয়। বামেরা প্রার্থী দেয় তিন কেন্দ্রে। একটি আসন ছাড়া হয় কংগ্রেসকে। এই তিন কেন্দ্রের মধ্যে দুটিতে সিপিএম এবং একটিতে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ঘোষণা করা হয়। বামফ্রন্টের পক্ষ থেকে মানিকতলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিএমের রাজীব মজুমদার, রানাঘাট দক্ষিণের সিপিএম প্রার্থী অরিন্দম বিশ্বাস এবং বাগদায় প্রতিদ্বন্দ্বিতা করবেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী গৌরদীপ্ত বিশ্বাস।

এখানেই আপত্তি বিধান ভবনের। সে কথা তারা এআইসিসি–কে জানিয়েছিল। আর তার পরই এই বাগদা আসনে প্রার্থী দিয়ে দিল কংগ্রেস। কংগ্রেসের যুক্তি, ২০১৬, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাগদা আসন থেকে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করেছিল। বনগাঁ লোকসভা আসনে ২০২৪ সালে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করে। তাহলে আগের অঙ্ক ধরলে বাগদা আসন থেকে এবারও কংগ্রেসের প্রার্থী দেওয়ার কথা। তাহলে উপনির্বাচনে জোট ঘোষণা হলেও কেন বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিল? প্রশ্ন তুলেছে কংগ্রেস। আর প্রদেশ কংগ্রেসের সেই সিদ্ধান্তে সিলমোহর দিয়ে এআইসিসি বাগদা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

বৃষ্টি পঞ্চমীতেও, কখন ভিজবে কলকাতা? তারপর কোন কোন জেলায় কিছুটা বেশি বর্ষণ হবে? কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.