বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > আগামী মাসেই কি ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন?‌ দুর্গাপুজোর আগেই ভোট শেষে তৎপরতা

আগামী মাসেই কি ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন?‌ দুর্গাপুজোর আগেই ভোট শেষে তৎপরতা

৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

বিজেপি নিজেদের আসন ধরে রাখার আপ্রাণ চেষ্টা করবে। তবে বাকি পাঁচটি আসনে পদ্ম ফোটাতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান সবপক্ষ। তবে জম্মু ও কাশ্মীরের নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকদের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সেখানে হাজির থাকতে বলা হয়েছে রাজ্যের নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে।

লোকসভা নির্বাচনে মিলেছে সাফল্য। তার মধ্যেই দুটি বিধানসভা হয়। তাতেও সাফল্য আসে তৃণমূল কংগ্রেসের। তারপর চার বিধানসভার উপনির্বাচনে গোহারা হয় বিজেপি। এবার হতে চলেছে ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। আর এইসব বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হতে পারে দুর্গাপুজোর আগেই। অর্থাৎ সেপ্টেম্বর মাসে বলে সূত্রের খবর। এই নিয়ে নির্বাচন কমিশন কিছু না বললেও জোর তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যেই রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে তা নিয়ে আলোচনাও হয়েছে। সেখান থেকে খবর নিয়েছে নয়াদিল্লি। সুতরাং উৎসবের মরশুম শুরু হওয়ার আগে ভোট শেষ করতে চায় নির্বাচন কমিশন বলে সূত্রের খবর।

আগামী ২০ অগস্ট অমরনাথ যাত্রা শেষ হচ্ছে বলে এমনটাই খবর মিলেছে। তার পরই জম্মু ও কাশ্মীরে নির্বাচন ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর। তার উপর ভোট রয়েছে হরিয়ানা রাজ্যেও। এই নির্বাচনী আবহে কাশ্মীর, হরিয়ানার সঙ্গে বাংলাতেও উপনির্বাচন করিয়ে নিতে চায় নির্বাচন কমিশন। বাংলার যেসব কেন্দ্রে উপনির্বাচন হবে সেগুলি হল, উত্তর ২৪ পরগনার নৈহাটি এবং হাড়োয়া, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, বাঁকুড়ার তালডাংরা, আলিপুরদুয়ারের মাদারিহাট এবং কোচবিহারের সিতাই। এই বিধানসভা কেন্দ্রগুলিতে বিধায়ক শূন্য হয়েছে। তাই উপনির্বাচনের প্রয়োজন।

আরও পড়ুন:‌ ‘‌সকলকে নিয়েই কাজ করতে হবে’‌, ঝাড়গ্রামে পা রেখেই ২০২৬ বিধানসভা নির্বাচনের বার্তা মমতার

এখন বাংলার যা পরিস্থিতি তাতে বেশিরভাগ আসনেই সাফল্য পাবে তৃণমূল কংগ্রেস। কারণ শহর থেকে জেলায় যে উন্নয়ন ছড়িয়ে দেওয়া হয়েছে তাতে মানুষের স্বতঃস্ফূর্ত রায় বারবার মিলেছে। তার উপর রাজ্যের প্রত্যেকটি উপনির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির। লোকসভা নির্বাচনের আসন সংখ্যা কমে গিয়েছে। তার মধ্যে যে ৬ কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে তাতে আলিপুরদুয়ারের মাদারিহাট রয়েছে বিজেপির দখলে। আর পাঁচটি কেন্দ্র রয়েছে তৃণমূল কংগ্রেসের দখলে। সুতরাং ওই একটি আসনে জেতার জন্য ঝাঁপাবে তৃণমূল কংগ্রেস। আর জিতলে উত্তরবঙ্গে আরও শক্তি বাড়বে তৃণমূল কংগ্রেসের।

বিজেপি নিজেদের আসন ধরে রাখার আপ্রাণ চেষ্টা করবে। তবে বাকি পাঁচটি আসনে পদ্ম ফোটাতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান সবপক্ষই। তবে জম্মু ও কাশ্মীরের নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকদের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সেখানে হাজির থাকতে বলা হয়েছে রাজ্যের নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে। সুতরাং বাংলার উপনির্বাচন যে দুর্গাপুজোর আগেই হবে সেটাই ধরে নেওয়া হচ্ছে। সূত্রের খবর, অগস্টের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন ঘোষণা হওয়ার পর সেপ্টেম্বর মাসের মধ্যে ভোট করিয়ে নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

বাংলার মুখ খবর

Latest News

মেষ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৮ সেপ্টেম্বরের রাশিফল মুখোমুখি জেরায় আদৌ কোনও ফল মিলছে? আর কতদিন CBI হেফাজতে অভিজিৎ-সন্দীপ? ‘আপনার অভিনয়ের গুণমুগ্ধ, কিন্তু আপনি ভাবেন কী?’, এবার কুণালের নিশানায় সুদীপ্তা বাংলাদেশ সিরিজে একযোগে ডন ব্র্যাডম্যান ও সচিনের রেকর্ড ভাঙতে পারেন বিরাট কোহলি ২০২৫ সালে প্রথম চন্দ্রগ্রহণ কবে? কয়টি গ্রহণ রয়েছে আগামী বছর ! দেখে নিন তারিখ বাংলাদেশ সিরিজেই ৩টি বিরাট নজির গড়তে পারেন যশস্বী, ভাঙতে পারেন রাহানেদের রেকর্ড ধনু,মকর, কুম্ভ, মীনের মধ্যে আজ কারা লাকি? রইল ১৮ সেপ্টেম্বরের রাশিফল সিংহ,কন্যা, তুলা, বৃশ্চিকের মধ্যে আজ লাকি কারা? ১৮ সেপ্টেম্বরের রাশিফল রইল ভরা পূর্ণিমায় ২০২৪ সালের শেষ চন্দ্রগ্রহণ! ১৮ সেপ্টেম্বর গ্রহণ শুরুর সময় কখন? মেষ, বৃষ, মিথুন, কর্কটের ভাগ্যে আজ কী রয়েছে? দেখে নিন ১৮ সেপ্টেম্বরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.