সিএএ–এনআরসি–এনপিআর। এগুলি নিয়ে বারবার রাজ্য–রাজনীতিকে তোলপাড় করা হয়েছিল। কিন্তু বাংলায় তা চালু হয়নি। বঙ্গ–বিজেপি নেতারা সিএএ চালুর বিষয়ে প্রায়ই সরব হন। এবার রবিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আবার উসকে দিলেন সিএএ প্রসঙ্গ। নাগরিকত্ব প্রদানের এই আইন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই চালু করা যাবে বলে আশার কথা শোনালেন বিজেপি সাংসদ শান্তনু। আর তার পর থেকেই বিষয়টি নিয়ে জোর চর্চা হতে শুরু করেছে।
সিএএ নিয়ে আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তার উপর নির্ভর করছে ভোট ব্যাঙ্ক ধরে রাখার রাজনীতি। কিন্তু সেসব না হলে নিজের আসনে পুনরায় জয়ী হওয়া কার্যত চ্যালেঞ্জের। এটা বুঝতে পেরেই রবিবার বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের গাইঘাটার ছেকাটি ডিঙ্গামানি থেকে তৃণমূল কংগ্রেস সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মোটরবাইক মিছিল করে বিজেপি। মোটরবাইক মিছিলের উদ্বোধন করেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। নিজে মোটরবাইক চালিয়ে মিছিলে অংশও নেন এবং সিএএ প্রসঙ্গ উসকে দেন।
ঠিক কী বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী? মোটরবাইক মিছিল কর্মসূচির শেষে শান্তনু ঠাকুর বলেন, ‘রাজ্য সরকারের দুর্নীতির প্রতিবাদেই এই মোটরবাইক মিছিল। মানুষকে উজ্জীবিত করার জন্য এই মিছিল। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েতে লাগাতার দুর্নীতি রয়েছে। সেই দুর্নীতিকে প্রতিহত করার জন্য মানুষ মুখিয়ে আছে। তার প্রতিফলনের রূপই হচ্ছে এই মোটরবাইক ব়্যালি। মানুষ দুর্নীতি চায় না, স্বচ্ছ ভারত চায়।’ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হাতিয়ার দুর্নীতির ইস্যু। আর তৃণমূল কংগ্রেসের হাতে আছে উন্নয়নের ইস্যু। সেটাই তিনি শুরু করলেন।
সিএএ নিয়ে শান্তনু–মমতা কী বলেছেন? সিএএ প্রসঙ্গে মতুয়া সম্প্রদায় থেকে আসা জনপ্রতিনিধি শান্তনু ঠাকুর বলেন, ‘সিএএ একটি জটিল অবস্থায় আছে। সুপ্রিম কোর্টে আটকে আছে। আদালত রায় না দিলে সরকার এটা কার্যকর করতে পারে না। আশা করছি ২০২৪ সালের মধ্যে তা পরিষ্কার হয়ে যাবে। সিএএ চালু করা যাবে।’ সিএএ প্রসঙ্গ শান্তনু ঠাকুরের বক্তব্যের পাল্টা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর বলেন, ‘তাঁদের এই কথা শুনে শুনে মানুষের বিশ্বাস উঠে যাবে। এতদিন বলেও দিতে পারেনি। ২০২৪ আগে শুরু করতে গেলে তা যদি নিঃশর্ত না হয়, মানুষ রাস্তায় নামবে। প্রতিবাদ করবে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup