বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > সবাই নাগরিক হলে আপনার DIB ৭১ সালের আগের দলিল চায় কেন? মমতাকে প্রশ্ন শুভেন্দুর

সবাই নাগরিক হলে আপনার DIB ৭১ সালের আগের দলিল চায় কেন? মমতাকে প্রশ্ন শুভেন্দুর

শুভেন্দু অধিকারী

পেটের টানে আমাদের ছেলে মেয়েদের যখন বাইরের দেশে যেতে হয়। বাংলাদেশে আত্মীয় স্বজনের কাছে যেতে হয়। আপনার DIB অফিস কেন ৭১ সালের আগের দলিল চায়? চাকরির ভেরিফিকেশনের জন্য কেন বলা হয় ৭১-এর আগের দলিল আনো?

পঞ্চায়েত নির্বাচনের আগে নবদ্বীপে মতুয়াদের সভায় যোগদান করে ফের CAA নিয়ে আশ্বাস দিয়ে এলেন শুভেন্দু অধিকারী। জানালেন, CAA কার্যকরের জন্য আর বেশি অপেক্ষা করতে হবে না। সঙ্গে তাঁর প্রশ্ন, সবাই নাগরিক হলে পুলিশ ভেরিফিকেশনের সময় ৭১ সালের আগের দলিল চাওয়া হয় কেন?

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘CAA আইন কার্যকরের প্রক্রিয়া কবে শুরু হবে আমরা তার অপেক্ষায় আছি। আমরা আশাবাদী, আর বেশি দিন আমাদের অপেক্ষা করতে হবে না। তাই আজ আমরা আওয়াজ তুলব, অবিলম্বে পশ্চিমবঙ্গে CAA লাগু করতে হবে। আমরা দু’চোখ দিয়ে তার অপেক্ষায় আছি’।

মতুয়াদের শুভেন্দুবাবুর আশ্বাস, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২ মাস আগে বলেছেন, CAA আইন বানিয়েছি কার্যকর করার জন্যই। আর এই বাংলার মুখ্যমন্ত্রী পরিবারবাদ ও তোষণ ছাড়া কিছু বোঝেন না। ওনার এই ২টোই এজেন্ডা। এই মুখ্যমন্ত্রী বলেন CAA-র আবার দরকার কী? আমরা তো সকলেই নাগরিক। মাননীয় মুখ্যমন্ত্রী আপনি তো ১২ বছর পুলিশমন্ত্রী। আপনি তো চাকরি দিতে পারেননি। বরং আপনার দলের লোকেরা চাকরি বিক্রি করেছে। পেটের টানে আমাদের ছেলে মেয়েদের যখন বাইরের দেশে যেতে হয়। বাংলাদেশে আত্মীয় স্বজনের কাছে যেতে হয়। আপনার DIB অফিস কেন ৭১ সালের আগের দলিল চায়? চাকরির ভেরিফিকেশনের জন্য কেন বলা হয় ৭১-এর আগের দলিল আনো? আমাকে তো বলে না। শান্তনু ঠাকুরের পরিবারকে বলা হয়। এই যে একটা পাঁচিল তুলে রেখেছে এর বিরুদ্ধেই কেপি ঠাকুরের লড়াই। এই লড়াই সফল হয়েছে মোদীজি, অমিত শাহজির কল্যাণে। আর এক ব্যবস্থাপক সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুর’।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে মতুয়াদের তীর্থক্ষেত্র ঠাকুরনগরে এসে CAA আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পর লোকসভা ভোটে মতুয়া অধ্যুষিত এলাকায় ব্যাপক সাফল্য পেয়েছে বিজেপি। লোকসভা নির্বাচনে জিতে ক্ষমতায় ফেরার ১ বছরের মধ্যে সংসদে CAA পাশ করায় মোদী সরকার। কিন্তু তার পর থেকে আইন কার্যকর হওয়ার অপেক্ষায় দিন গুনছেন মতুয়াসহ বাংলাদেশ থেকে আসা হিন্দু ও বৌদ্ধ উদ্বাস্তুরা।

 

বাংলার মুখ খবর

Latest News

নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম ২২-এ পা! মায়ের হাত ধরে কেক কাটলেন সারেগামাপা খ্যাত অঙ্কিতা, পেলেন কী কী উপহার? মন্নত ছাড়াও লন্ডন, দুবাইয়ে আছে শাহরুখের বাড়ি, আর কোন কোন Kingdom-এর মালিক তিনি সিগারেট-মদে ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে ‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.